(রম্য রচনা) মিশরের ট্যাক্সি ড্রাইভারঃ একাই হাজার //// মিশর শাসনের জন্যে দরকার একজন যোগ্য ট্যাক্সি ড্রাইভার

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২২ আগস্ট, ২০১৩, ০৩:১৪:২৩ রাত

গতকাল বিশিষ্টগুণীজনদের এক ঘরোয়া মজলিশে ছিলাম।

বিভিন্নদেশের লোকজন ছিলেন।

মিশর সম্পর্কে আলোচনা চলছিলো। প্রসংগক্রমে আমি বিখ্যাত আরব পরিব্রাজক ইবনে বতুতার একটা উক্তি বললামঃ মিশরে নামলে আপনার মত এক হাজার পাবেন।

তার মানে হলোঃ মিশর এমন একটা আজব দেশ, এখানে যেমন খুব ভালো মানুষ আছেন অনেক, ঠিক তেমনি আছে অনেক জঘন্য প্রকৃতির মানুষ।

তখন মজলিশে উপস্থিত মিশরীয়-বৃটিশ এক স্কলার বললেনঃ ইবনে বতুতার কথা ঠিক।

তবে, তিনি আধুনিক মিশরে এলে বলতেনঃ মিশরের ট্যাক্সি ড্রাইভাররা হলো একাই এক হাজার।

আমি ব্জিজ্ঞাসা করলামঃ তার মানে?

তিনি বললেনঃ আপনি যদি মিশরে, বিশেষকরে কায়রোতে ট্যাক্সিতে ওঠেন তখন খেয়াল করবেন যে ড্রাইভার যাত্রীর দিকে এক নযর তাকিয়ে নিবেন। যদি যাত্রীর মুখে লম্বা দাড়ি থাকে তাহলে ড্রাইভার ওয়াজের ক্যাসেট চালিয়ে দিবেন। যদি খোচা খোচা দাড়ি থাকে তাহলে আন্দোলনী বক্তৃতার ক্যাসেট বাজাবে। আর যদি কোন তরীক্বার যাত্রী তা না বুঝতে পারে তাহলে ক্বেরাতের ক্যাসেট বাজাবে। যদি একটু ফাঙ্কি টাইপের লোক হয় তাহলে পপ-রক ইত্যাদির ক্যাসেট বাজাবে।

(সবাই না, তবে অনেকেই)।

আমি বললাম মিশর শাসন করার জন্যে এমন একজন যোগ্য ট্যাক্সি ড্রাইভার প্রেসিডেন্ট দরকার।

বিষয়: রাজনীতি

২৩৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File