দলীয় পতাকাকে নামিয়ে সবাই একসাথে মাত্র একটা পতাকাকে উচিয়ে ধরি- তাহলো

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০১ আগস্ট, ২০১৩, ০৫:২৫:১০ সকাল

যতদিন সকল মুসলমানের কাছে তাদের নিজনিজ দলীয় পতাকার চেয়ে কালেমার পতাকা উচু না হবে ততদিন তারা মার খেতে থাকবে।

বাংলাদেশ, মিশর, আফগানিস্তান হয় মুসলমানরা মার খাচ্ছেন এবং আরো খাবেন শুধু তাদের দল প্রীতি ও পারস্পারিক অনৈক্যের জন্যে।

আসুন, দলীয় পতাকাকে নামিয়ে সবাই একসাথে মাত্র একটা পতাকাকে উচিয়ে ধরি- তাহলো কালেমার পতাকা।

যদি তা পারি তা হলে সারা দুনিয়ার সকল শক্তি এক সাথেই কেপে উঠবে।

বিষয়: বিবিধ

১৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File