৩ লাইনের ওয়াজ মাহফিল- পর্ব ৩

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১১ জুন, ২০১৩, ০৩:২২:২৩ রাত

১১-

তারা এখন অনেক শক্তিশালী, যে শক্তির অন্যতম উৎস হলো আমাদের অনৈক্য।

এই অনৈক্যের জন্যে দায়ী আমাদের আলেম সমাজ ও ইসলামী নেতারা।

তারা ভুলে যান যে, দলবদ্ধতা ফরজ আর দলীয় বদ্ধতা হারাম।

১২-

ভেঙ্গে যাওয়ায় ঘর যেমন এক সাথে সব জোড়া দেওয়া যায় না,

তেমনি ছিন্ন-বিচ্ছিন্ন মুসলিম উম্মাহকেও একটা -দুইটা মিটিং করে হঠাৎ করে জোড়া দিয়ে ঐক্য আনা যাবে না।

আস্তে আস্তে জোড়া লাগাতে হবে- এক-দুইজন দক্ষ মিস্ত্রি দিয়ে।

১৩-

মনটাকে যদি সাগরের মত বড় করতে পারি তাহলে অনেক নদীকেও নিজের মত করে নেওয়া যায়।

এতে নদীগুলোও গর্ব করে যে আমরা সাগরের বুকে ঘুমাই।

আর মনটা ছোট হলে নিজের চোখের পানিও সেখানে জায়গা না পেয়ে বন্যা হয়ে ছাপিয়ে যায়।

১৪-

ফেইস বুককে ভালোভাবে ফেইস করতে না জানলে নিজের ফেইসকে রক্ষা করা কঠিন হয়ে যেতে পারে।

এজন্যে অপরিচিত কোন ফেইসের পাল্লায় পড়ার আগে নিজের ফেইসকে নিরাপদ দূরত্বে বজায় রাখুন।

ভালোভাবে না জেনেশুনে কোন ফেইসকে নিজের বুকে না নিয়ে সেটা ফেইসবুকেই রেখে দিন।

১৫-

ইসলামকে তারাই অপছন্দ করেন যারা কোন দিন খোলা মনে ইসলামকে জানার সুযোগ পান নি।

অথবা যারা ভালো সেন্সিবল মুসলমানকেও কাছ থেকে দেখার সুযোগ পান নি।

চলুন, আমরা তাদের কাছে ইসলামকে নিয়ে যায়। কারণ তারা জানেন না, তাই তারা আমাদের আমাদের কাছে আসবেন না।

============ আগের ওয়াজ পড়তে এখানে ক্লিক করুনঃ Click this link

বিষয়: বিবিধ

১৮৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File