খবরঃ ভারতে কর্মস্থলে যৌন হয়রানির মহামারি। তা বন্ধে মক্কা শরীফের বড়ি
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৩ মে, ২০১৩, ০৭:৩২:৫২ সন্ধ্যা
২৩ মে,২০১৩ এক খবর বেরিয়েছে যে ভারতে কর্মস্থলে যৌন হয়রানির মহামারি। অনেক আইন করে ও সাজা দিয়েও তা বন্ধ হচ্ছে না। Click this link
আসলে এটার জন্যে যে ঔষুধ দরকার তা না দিয়ে অন্য ঔষুধ দিলে তো কাজ হবে না। আপনার হয়েছে জ্বর, আর ডাক্তার দিলেন পেটে ব্যাথার ঔষুধ, তাতে কি জ্বর সারবে?
যৌন হয়রানি বন্ধে সবচেয়ে বড় কার্যকরী ঔষুধ হলো সেই মহৌষধ বা 'বড়ি' যা আল্লাহ পাক দিয়েছিলেন রাসূলুল্লাহকে মক্কা শরীফে। তাহলোঃ কোরানুল কারীমের শিক্ষা।
সেটা হলো নারী-পুরুষের অবাধ মেলা-মেশা বন্ধ করা। নারী-পুরষের এক সাথে মেলা-মেশা করা আর আগুন ও পেট্রোল এক সাথে রাখার মধ্যে খুব বেশী দূরত্ব নেই। কর্মস্থলে নারী পুরুষের নিরাপদ দূরত্ব বজায় রাখলেই তো এ সব সমস্যার সমাধান হয়ে যায় সহজে।
============= কালাম আজাদের ৩ লাইনের ওয়াজগুচ্ছ
Click this link
বিষয়: বিবিধ
২১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন