যে দেশে অপরাধীকে ধরতে প্রধান মন্ত্রীর বিশেষ আদেশ লাগে !!!

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৯ এপ্রিল, ২০১৩, ০১:১৬:১৫ রাত

আমাদের দেশে বিভিন্ন দূর্ঘটনা ঘটলে দেখা যায় মন্ত্রীরা এমনকি প্রধান মন্ত্রী পর্যন্ত অপরাধীকে গ্রেফতার করার নির্দেশ দিয়ে থাকেন। তাদের প্রেস সচিবরা এ কথা আবার মিডিয়াতে বুক ফুলিয়ে প্রচার করেন।

কিন্তু এই জাতীয় আচরণে আমাদের দেশের ও আইনের কয়েকটা মারাত্মক চিত্র এখানে ফুটে ওঠেছে তা কি খেয়াল করেছেন?

১- দেশে অপরাধীকে ধরার স্বাধীনতা পুলিশের নেই;

২- আর অপরাধীরা সরকারী দলের হলো তো তাদের সাত-খুন মাফ;

৩- আইন প্রয়োগকারী সংস্থা সরকারের একটা ধনুক মাত্র;

৪- তাই নিরপরাধ মানুষকে গুলী করার মত কাজও পুলিশকে করতে হয়;

৫- যে দেশে আইন নিজের মত না চলে সরকারের মত চলে সে দেশে চরম অশান্তি বিরাজ করে

এটা কিন্তু সকল দলই ক্ষমতায় গেলে করে থাকেন। এটা আমাদের জাতীয় সমস্যা। এর থেকে কি আমরা বের হতে পারব না?

বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File