সাভারে ভবন ধ্বস এখন বহির্বিশ্বে আমাদের জন্যে নিয়ে এসেছে চরম মর্যদার ধ্বস, অতঃপর বানিজ্যিক ধ্বস
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৭ এপ্রিল, ২০১৩, ০২:২০:০১ দুপুর
সাভারের ভবন ধ্বস ও হাজারো প্রাণ হানি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা আমাদের রাজনীতি, ব্যবসা ও মৌল-নৈতিকতায় চরম অব্যবস্থাপনা, অসততা ও দূর্নীতির ধ্বস ও বিস্ফোরন।
এই চরম ও বেদনাময় দিনেও আমাদের রাজনীতিকরা নানা মিথ্যাচার ও কৌতুক করে চলেছেন।
এবারের এই ঘটনা সারা বিশ্বে তোলপাড় তুলেছে। বিবিসি আজ তার অন্যতম প্রধান খবর বানিয়েছে। দেখুনঃ Click this link
আমেরিকার সি এন এন গতকাল ই নিয়ে বিশেষ অনুষ্ঠান করেছে এবং আরো চলছে।
সাভারে ভবন ধ্বস এখন বহির্বিশ্বে আমাদের জন্যে নিয়ে এসেছে চরম মর্যদার ধ্বস, অতঃপর বানিজ্যিক ধ্বস।
কিভাবে?
আমেরিকা ও পশ্চিমা বিশ্বের বড়বড় চেইন শপগুলো যেন বাংলাদেশ থেকে কাপড় না নেয় সেই লক্ষ্যে পাবলিক সেন্টিমেন্ট তৈরী করা হচ্ছে। এই সুবাদে খুব তাড়াতাড়িই হয়ত আমাদের প্রতিবেশীরা এই বাজার দখল করে নেওয়ার চেষ্টা করবে।
আহত লোকদের জন্যে সাহায্য ও রক্তের দরকার। আসুন আমরা সবাই এগিয়ে আসি।
আমাদের পোশাক শিল্পটাই যে আবার মারাত্মকভাবে জখম হলো তা সারানোর জন্যে রক্ত দিবেন কে?
আমাদের নেতারা খুব ভালো করে বুঝেন কিভাবে তাদের গদি ঠিক থাকবে। কিন্তু কিভাবে আমাদের দেশ উন্নতির পথে যাবে তা নিয়ে তাদের কি কোন চিন্তা আছে?
বিষয়: বিবিধ
১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন