আপডেটঃ জনপ্রিয় ব্লগার স্বপ্ন দিয়ে বোনা বইয়ের প্রকাশক চাটিগাঁ থেকে বাহার ভাই আজ একটু ভালো !!

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৬ এপ্রিল, ২০১৩, ০৫:২৭:৫৩ বিকাল

আসসালামু আলায়কুম,

আমি আজ সকাল সাড়ে আটটায় (লন্ডন টাইম) আমাদের সবার প্রিয় 'জনপ্রিয় ব্লগার স্বপ্ন দিয়ে বোনা বইয়ের প্রকাশক চাটিগাঁ থেকে বাহার ভাই'ইয়ের সাথে মোবাইলে কথা বলেছি। তিনি এতো অসুস্থ ছিলেন যে কথা বলতে পারছিলেন না। খুব কাশি ছিলো।

তিনি আজ একটু সুস্থবোধ করছেন, অন্তত ফোন ধরতে পারছেন। আলহামদুলিল্লাহ। তবে খুব দূর্বল।

আসুন, আমরা সবাই মিলে দোয়াকরি, আল্লাহ পাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে তোলেন এবং আবার পূর্ণশক্তি নিয়ে তিনি তার কাজে ও ব্লগে ফিরে আসেন।

আমীন।

=====্ আগের লেখা ছিলঃ মরা লাশ ও লাশ নিয়ে মিথ্যাচারের নষ্ট রাজনীতি- দুটোই বেদনাদায়ক! Click this link

বিষয়: বিবিধ

১৬৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File