কাজ আছে, লোক আছে, কিন্তু নেই কাজের লোক!!
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৯ এপ্রিল, ২০১৩, ০৪:৫৩:০৯ রাত
আমাদের আশে পাশে অনেক কাজ আছে।
হাজার-লাখো লোকও আছে।
কিন্ত একটা ভালো কাজের জন্যে লোক খুজতে যান, কাজের লোক পাবেন না।
আশে পাশে কত মেয়ে, ছেলের জন্যে মেয়ে খুঁজতে যান, পছন্দমত মেয়ে পাবেন না।
আশেপাশে কত ছেলে ঘুরছে। মেয়ের জন্যে ছেলে খুজতে যান, মানানসই ছেলে খুঁজে পাবেন না।
কারণ কি?
আমরা যা পাওয়ার যোগ্য, তার চেয়ে চাই বেশী।
যোগ্য লোকে যেমন কাজ তৈরী করে, কাজও তেমন যোগ্য লোক তৈরী করে নেয়।
জীবনে সব কিছু রেডিমেড পাওয়া যায় না। রেডি করে নিতে হয়।
================ আগের লেখাঃ অতি 'বাঙ্গালীয়ানা' হবার নেপথ্যেঃ আগামী ৫০ বছরে বাংলাদেশ থেকে মুসলিম জাতি সত্ত্বার উৎপাটন ??!! Click this link
বিষয়: বিবিধ
১৪৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন