হে মহান অতিথি !
লিখেছেন লিখেছেন এ কিউ এম ইব্রাহীম ১৫ এপ্রিল, ২০১৩, ১১:১৫:৪১ রাত
স্বর্গের অতিথি এসেছে বলে,
ধন্য হয়েছে ধরা।
তোমায় সুধাতে বর্ষিল জল,
বিদায় নিয়েছে ক্ষরা।।
নির্মল বাতাস বহিল আবার,
গাহিল দোয়েল শ্যামা,
নতুন রূপে সাজল পবন,
জড়িয়ে সবুজ জামা।।
তোমায় ভরাতে অম্র কানন,
আজ করছে নিমন্ত্রন।
গুনগুনিয়ে বুলবুলি দেয়,
সাদর সম্ভাষন !
হে অতিথি ভেবেছ কভূ?
যায় যে সময় চলে।
যার করুনায় আশরাফ তুমি,
জেনেছ সে কি বলে?
তুমি তো আদী স্বর্গবাসী,
যেতেই হবে ফিরে।
স্বর্গের পথ ভূলনাক কভূ,
শত নাদানের ভীড়ে।
Click this link if you have time
বিষয়: বিবিধ
১৫৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন