শাহবাগি কথন
লিখেছেন লিখেছেন রণতরী খান ২৩ এপ্রিল, ২০১৩, ১০:২৫:০৮ সকাল
ওরা নাকি ব্লগার। আমরা শাহবাগিদের কথা বলছি। যারা মুক্তমত মানে পবিত্র ধর্ম ইসলামকে গালি দেয়া বোঝায়।ওদের একমাত্র সম্বল ক্যুতসা ও খিস্তি-খেউর।
ওরা পোশাকি প্রগতিশীল হতে গিয়ে এমন সব অশাব্র ভাষা ব্যবহার করে যা স্মরণ করিয়ে দেয় মানুষ একটা সময় সত্যিই অসভ্য ছিল। শাহবাগিরা আমাদের দৃষ্টিতে অসভ্য ও বর্বরই। ওরা চোগলখুর, পা চাটা সরকারি পোষ্য। আমাদের সংগ্রাম এসব দালালদের বিরুদ্ধে। শাহবাগ নামীয় সেবাদাস ও তাদের প্রভুদের বিরুদ্ধে।
মুক্তমনা ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের এ প্লাটফর্ম লড়ে যাবে স্বাধীনতা ও শালীনতার জন্য। ৫৬ হাজার বর্গমাইলের পাহাড়াদার হিসেবে কাজ করে যাব আমরা। লড়াইয়ের এ পথে সব সেনানীদের সাথে আহ্বান জানাই। দেখা হবে লড়াইয়ের মাঠে, বিজয়োরথে...
আমাদের সাথে যোগ দিন-Click this link
বিষয়: বিবিধ
১৮৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন