সন্তান ফেলে পরকীয়া জুটির পলায়ন

লিখেছেন লিখেছেন রেজা জোয়ার্দ্দার ২৩ এপ্রিল, ২০১৩, ১০:৪৫:২৮ সকাল

প্রেমের গুতো ছিঁড়লো সুতো

হাত-পা হলো বেজায় খুতো

এই সমাজের নাকে মুখে

তোমরা কেন মারলে জুতো।

প্রেমের মরা ডুবলো জলে

এক্কেবারে অতল তলে

ভাসাও তরি ভাসাও তরি

পায়ের জুতো উঠবে গলে।

কোলের ছেলে গেলে ফেলে

এতে কি আর শান্তি মেলে

সমস্যা তোর কাটবে না-রে

হাজার হাজার টাকা ঢেলে !

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File