ছেলে ও পুত্রবধূর হাতে বৃদ্ধা রহিমা রক্তাক্ত জখম

লিখেছেন লিখেছেন রেজা জোয়ার্দ্দার ১৯ এপ্রিল, ২০১৩, ০৬:৩৯:০৪ সন্ধ্যা

যুগের হাওয়া পাল্টে গেছে এই

সব কিছু আর আগের মতো নেই

উজান পানে যাচ্ছে এখন বান

মায়ের দিকে আর কি আছে টান?

মা রহিমা কাজের মানুষ ঘরে

তার চোখে খুব অশ্র“ শুনি ঝরে

খাওয়া-দাওয়া দেয় না তো কেউ তাকে

বুড়ি বলে ছেলে ও বউ ডাকে।

মাঝে মাঝে আঘাত হানে চুলে

কেঁদে কেঁদে যায় দুটো চোখ ফুলে

ছেলে হয়েও চড় কষে দেয় সোজা

মা নাকি আজ বাড়ির বড় বোঝা।

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File