মনে পড়ে তোমায় মাগো
লিখেছেন লিখেছেন তেপান্তর ১৯ এপ্রিল, ২০১৩, ০৬:০০:৩২ সন্ধ্যা
মাগো!
তোমায় আজ অনেক মনে পড়ছে।
কতদিন হয়ে গেল,
তোমার সোনালী মুখখানা দেখিনা।
মাগো!
তোমার সোহাগ মাখানো দুটি হাত।
কতদিন হয়ে গেল,
সেই হাতের সুস্বাদু রান্না খাইনা।
মাগো!
তোমার কোলে ছুটে যেতে ইচ্ছা করছে।
কতদিন হয়ে গেল,
তোমার কোলে মাথা রেখে ঘুমায় না।
মাগো!
তোমার হৃদয় নিংড়ানো ভালবাসা।
কতদিন হয়ে গেল,
তোমার মুখে খোকা ডাক শুনিনা।
বিষয়: Contest_mother
১৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন