খুন চাই না
লিখেছেন লিখেছেন Hossain Al Irfan ২৩ এপ্রিল, ২০১৩, ১০:৫১:২২ সকাল
সকলের মুখে শুনি
খুন নয় শান্তি
আর নয় হানাহানি
নয় ভুলভ্রান্তি ।
জীবনের এত পথ
পার হয়ে এসে
হলো না আশা সফল.....
শান্তির পরশে ।
মুখ আর মন যদি
এক নাহি হয়
জীবনের প্রতিক্ষনে
নিশ্চিত পরাজয়
হাতে হাত রেখে সবে
দিল করে সাফ
প্রতিষ্ঠা করি যদি
ন্যায় ইনসাফ ।
লোভ হিংসার দুয়ার সবে
করি যদি রুদ্ধ
তবেই হবে শান্তি
হবে না আর যুদ্ধ ।
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন