শান্তিতে নোবেল পেল ওপিসিডব্লিউ
লিখেছেন লিখেছেন Hossain Al Irfan ১১ অক্টোবর, ২০১৩, ০৩:৪০:০৩ দুপুর
এই বারের পুরস্কারটি যথাযথ হল ।
অনেক জল্পনা কল্পনার পর অবশেষে শান্তিতে নোবেল পেল সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিরস্ত্রিকরণ ও ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সংগঠন অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল অয়েপনস (ওপিসিডব্লিউ)।
শুক্রবার নরওয়ের নোবেল কমিটি এ ঘোষণা দেয়।
চলতি বছর নোবেল শান্তি পুরস্কার কে পাচ্ছেন এ নিয়ে গত কিছুদিন ধরেই চলেছে নানা জল্পনা কল্পনা। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এই তালিকায় তালেবান হামলা থেকে বেঁচে যাওয়া পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফ জাই এবং কঙ্গোর মানবতাবাদি চিকিৎসক ড্যানিস মুকাউয়িজিকে ফেবারিট ধরা হলেও শুক্রবার পাশার দান উল্টে যেতে পারে বলে মনে করছিলেন অনেকে।
অবশেষে তা-ই হলো। এ বছর নোবেল শান্তি পুরস্কার জিতে নিল সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধ্বংস নিয়ে কাজ করা সংগঠন অর্গানাইজেসন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ)। চলতি বছর মোট ২৫৯ জন এই পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন।
বিষয়: আন্তর্জাতিক
১৪৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন