আপনাদের সব খাওয়া শেষ, এখন আছে শুধু বিষ্ঠা, আমরা কি তবে সেই বিষ্ঠা-ই খাব?

লিখেছেন লিখেছেন ক্ষেপনাস্ত্র ১১ অক্টোবর, ২০১৩, ০৩:০৩:০১ দুপুর

অনেকদিনের আকাঙ্খা ছিল সরকার আমাদের মতো সরকারী চাকুরীজীবিদের জন্য কিছু একটা ব্যবস্থা করবে। মহার্ঘ ভাতা, স্থায়ী পে-স্কেল, চাকুরীর বয়স সীমা বাড়ানো ইত্যাদি। সরকার আসলেই আমাদের জন্য করল। শেষ সময়ে হলেও করল। সুতরাং সরকারকে ধন্যবাদ না দিয়ে কোন উপায়ই নেই। তবে আমাদের আরও কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে। কিন্তু কিভাবে পাব সেসব?

আমাদের মতো সরকারী চাকুরীজীবিদের অনেক দাবী-দাওয়া আছে। আস্তে আস্তে সেগুলো পূরণ হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে পায় পাঁচ বছর হতে চলল। সরকারের মাঝামাঝি সময়ে এসে সরকার প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের চাকুরীর বয়স সীমা দুই বছর বাড়িয়ে দিল। আমরা খুশিই হলাম। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের আরও বড় দাবী ছিল মহার্ঘ ভাতা, পে-স্কেল। এটা নিয়ে আমাদের মধ্যে ক্ষোভ দাঁনাবেঁধে উঠেছিল। সরকার তাই শেষ সময়ে এসে আমাদেরকে ঠান্ডা করার জন্য মহার্ঘ ভাতা ঘোষনা করল। আমরা যেন কোনভাবেই সরকারকে অসহযোগীতা না করি তাই সরকার আমাদের মুখে একটা চকলেট দিয়ে ঠান্ডা করতে চেয়েছে মাত্র। কিন্তু আমাদের প্রশ্ন সরকার ক্ষমতায় এসে প্রথম দিকে কি করেছে আমাদের জন্য? এই মহার্ঘ ভাতা সরকারের প্রথম দিকে কোথায় ছিল? তখন কি মহার্ঘ ভাতা'র ডিমে "তাঁ" দেওয়া হচ্ছিল, যে শেষ মূহুর্তে এসে বাচ্চা বেরিয়ে এলো? আমরা কি ক্লাস ওয়ান-টু এর বাচ্চা? আমরা কি বুঝিনা ডিমে "তাঁ" দিতে কয়দিন লাগে আর কয়দিন পরে বাচ্চা বের হয়? গত প্রায় পাঁচ টা বছর যাবৎ খাইতে খাইতে সব খাইয়া ফালাইছে, হলমার্কের নামে সোনালী ব্যাংকের টাকা, ডেষ্টিনির টাকা, শেয়ার বাজারের টাকা, পদ্মা সেতুর টাকা। ব্যাংকের থেকে লোন নিয়ে নিয়ে কোনরকম দেশ চালাইছে বিগত বছরগুলোতে। আমাদেরকে আবার কি দিবে? তাইতো শেষে বেলায় এসে একখান ঘোষনা দিল "মহার্ঘ ভাতা"। কিন্তু মহার্ঘ ভাতার টাকা টা কি এই সরকারের সময়ে দিবে? না, কখনোই দিবে না, দিতে পারবে না। কোথায় টাকা? আছে সরকারের কাছে টাকা? তাই-ই যদি থাকতো তাহলে সরকারের বিসিআইসি'র বিভিন্ন ফ্যাক্টরিতে আজ কর্মকর্তা-কর্মচারী'রা মাস গেলে ঠিকমতো বেতন পায় না কেন?

প্রধানমন্ত্রী বলেছেন সরকারী চাকুরীজীবিদের জন্য স্থায়ী পে-স্কেল করে দিবেন। ভাল কথা। কিন্তু আমাদের কথা হচ্ছে, এই কথাটা সরকারের প্রথম দিকে না বলে শেষ মূহুর্তে কেন বলা হচ্ছে? আমরা কি ক্লাস ওয়ান-টু এর বাচ্চা? নাকের সামনে মূলা ঝুলালেই হবে? আমাদের জন্য যা কিছু করার তা কেন শেষ সময়ে? আপনাদের সব খাওয়া শেষ, এখন আছে শুধু বিষ্ঠা, আমরা কি তবে সেই বিষ্ঠা-ই খাব? আগামীতে পুনরায় ক্ষমতায় এলে হ্যান করেগা, ত্যান করেগা! করেগা কচু! আসলে পকেট ভরেগা!

আমরা দেখেছি, প্রত্যেক সরকারই ক্ষমতায় এলে আমাদের জন্য কিছু না কিছু তো করেই। তাই আওয়ামীলীগ সরকার যা করার আমাদের জন্য তা করেছে, নতুন আর কিছুর আশা আমরা আওয়ামীলীগ সরকারের কাছে করি না। বরং সরকার পরিবর্তন হলেই আমাদের জন্য মঙ্গল। তাই সরকার যে মহৎ(!) উদ্দেশ্য নিয়ে এত কিছু করছে বা করবে বলে ঘোষনা দিচ্ছে তা আমরা বুঝি, আর বুঝি বলেই সেই মহৎ(!) উদ্দেশ্য আমরা সফল হতে দিব না। নতুন সরকার এলে এভাবেই শুরুতে না হলেও শেষ সময়ে এসে হলেও কিছু করবে।

উপরের কথাগুলো আমার কথা নয়, বলছিলেন একজন সরকারী চাকুরীজীবি। আমি আমার মতো করে লিখেছি।

বিষয়: বিবিধ

১৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File