আমার পুলিশ ভাই তাবিজ ঝুলাইছে...
লিখেছেন লিখেছেন ক্ষেপনাস্ত্র ০৯ অক্টোবর, ২০১৩, ০৭:৫৯:১৮ সন্ধ্যা
আমার আত্নীয় এক পুলিশ অফিসারের সাথে গতকাল কথা হচ্ছিল। তিনি শুধু চাকরিই করেন। সরকারের হুকুম মানেন। কখনো রাজনীতি করেননি। তিনি লীগও না, বিম্পিও না, জামায়াতও না। তিনি শুধুই পুলিশ।
শিবিরের তান্ডব সম্পর্কে বলতে গিয়ে বললেনঃ শিবিরের মিছিল ঠ্যাঙ্গাতে ডিউটিতে যখন বের হই তখন গাড়ীর সামনে দেখি শিবির, পিছনে দেখি শিবির, ডাইনে শিবির, বামে শিবির, গাড়ির উপরে দেখি, গাড়ি উল্টে গেলেও দেখি গাড়ির নিচে শিবির। খুব টেনশনে আছি শিবির নিয়ে। নারয়ে তাকবির শুনলেই হার্টবিট বেড়ে যায়, কখন যে কোনদিক দিয়ে মারে। মারাত্নক সিরিয়াস।
আমি বললামঃ ভাই শিবির কি শুধুই মারে?
পুলিশ ভাইঃ না, না, মিছিলে বাঁধা দিলে সামনে পাইলে মারে, চিপায় পড়লে শিবির মারে না, বাঁচাইয়া দেয়। আমারে একদিন ঠেইল্যা বাঁচাইয়া দিছে এক শিবির নেতা, নাইলে গেছিলাম।
আমি বললামঃ তাহলে শিবিরকে মারেন কেন?
পুলিশ ভাইঃ আর বইল না, চাকরি বাঁচাতে হুকুম মানতে হয়, সবকিছু হজম করতে হচ্ছে।
শিবিরের মিছিলে ডিউটি করতে গেলে জীবনটা হাতে নিয়ে বাহির হতে হয়। সমস্যা নেই আম্মা তাবিজ দিয়ে দিছে।
আমি বললামঃ তাহলে শিবিরের হাত থেকে বাঁচার জন্য তাবিজ ঝুলাইছেন?
পুলিশ ভাইঃ তো কি করব, উপায় আছে? কত পুলিশে তাবিজ ঝুলাইছে তুমি জানো?
আমি নির্বাক হয়ে গেলাম, আমার তখন বলার কিছু ছিলনা।
বিষয়: বিবিধ
১৭৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন