শিবির কাটলো রগ, কিন্তু ছিদ্র হইল ফুসফুস??? ডিজিটাল দেশে কি আওয়ামীলীগীয় বয়ান!!

লিখেছেন লিখেছেন ক্ষেপনাস্ত্র ০৯ অক্টোবর, ২০১৩, ০২:২৮:২২ দুপুর

আল্লাহ তুমি আকাশ দিয়া একখান দড়ি ফালাও আমি বাইয়া উইঠ্যা যাই। আর সহ্য হয় না।

রাজশাহীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম ওরফে সাদ্দামের পায়ের রগ কেটে দিয়েছে শিবির ক্যাডাররা!! কিন্তু এখন দেখা গেলো সাদ্দামের ফুসফুস কেটে গেছে। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

হলুদ মিডিয়া ঘটা করে প্রচার করলো ছাত্রশিবির এ হামলার পেছনে জড়িত এবং শিবির ক্যাডাররা সাদ্দামের রগ কেটে দিয়েছে।

আমার প্রশ্ন হইলো কাটলো রগ, কিন্তু ছিদ্র হইল ফুসফুস?? কেমন যেনো লাগতেছে না?? পায়ের রগ ও ফুসফুস কি একই যায়গায় থাকে? ফুসফুস কি পায়ে থাকে নাকি পায়ের রগ পেটের ভিতর ফুসফুসের পাশে থাকে? আমি কিছু বুঝি না ভাই, আমার আর সহ্য হয়না, আল্লাহ তুমি আকাশ দিয়া একখান দড়ি ফালাও আমি বাইয়া উইঠ্যা যাই। এই ডিজিটাল দেশে এইগুলান কি আওয়ামীলীগীয় বয়ান চলতেছে?

বিষয়: বিবিধ

২০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File