আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি

লিখেছেন লিখেছেন Hossain Al Irfan ৩১ ডিসেম্বর, ২০১৩, ০৬:২৭:২৬ সন্ধ্যা

আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য

প্রস্তুতি নেয়ার কথা বলছি

দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল

বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন

তেমনি একাগ্রতা নিয়ে

আমি আপনাদেরকে আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি।

বিপ্লব মানেই যুদ্ধ

বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা

বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম, প্রস্ফুটিত কৃষ্ণচূড়া

বিপ্লব মানে জীবন

বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই।

আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য

প্রস্তুতি নেয়ার কথা বলছি।

যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয়

একেকজন যোদ্ধার জীবন

প্রাপ্ত বয়স্ক প্রতিটি মানুষ হয়

একেকজন আমূল বিপ্লবী

প্রতিটি যুবক

নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিনগানের

আর রমণীরা

সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয়

বুলেট, গ্রেনেড।

আমি আমার জনগণকে

আনিবার্য সেই বিপ্লবের জন্য

প্রস্তুতি নেয়ার কথা বলছি।

[ কবি আসাদ বিন হাফিজের 'অনিবার্য বিপ্লবের ইশতেহার'

কবিতার কিছূ অংশ

বিষয়: সাহিত্য

২০৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

157741
৩১ ডিসেম্বর ২০১৩ সন্ধ্যা ০৭:১৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : খালি হাতে বিপ্লব হয়না। হলেও শুধু রক্ত ঝরে কিন্তু তার স্হায়িত্ব বেশিদিন টিকেনা। কিসের জন্য বিপ্লব?? গণতন্ত্রের জন্য? তাতো বিলুপ্ত হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File