মূর্খ শাহবাগি সাংবাদিক ও মাওলানা বাবু নগরীর পাটকেল...
লিখেছেন লিখেছেন রণতরী খান ০৫ এপ্রিল, ২০১৩, ০৫:৪৬:২৭ বিকাল
আজ হেফাজতের সংবাদসম্মেলনে আমাদের করিতকর্মা ছাম্বাদিকগুলো কোনভাবেই প্রশ্নবানে জর্জরিত করে আলেমদের আটকাতে পারছিলেন না।
নানা ফন্দি-ফিকির শেষে এক প্রগতিশীল শাহবাগি সাংবাদিক প্রশ্ন করলেন-লংমার্চ হচ্ছে কমিউনিস্টদের কর্মসূচি। চীনের মাও সেতুং এ কর্মসূচি পালন করছিলেন। আপনারা আলেম ওলামারা কি তাহলে এক্ষেত্রে কমিউনিস্টদের অনুসরণ করছেন না? এটা কি ইসলাম বিরোধী নয়!
হেফাজত নেতা বাবু নগরী খুব স্পষ্ট করে বললেন-শুনেন, আমাদের নবিজী মদিনা থেকে তাবুক বিশাল লংমার্চ করেছিলেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলামরে প্রয়োজনে লংমার্চ পালন করেন তিনি। আমরা আজ আমাদের নবিজীর সম্মান রক্ষায় নবিজীর দেখানো কর্মসূচি পালন করছি। কোথাকার কোন সেতুংয়ের কর্মসূচি আমরা পালন করছি না।
হায়রে অথর্ব সাংবাদিকের দল। এই মূর্খগুলোর জ্ঞানের দৌঢ় দেখলে লজ্জ্বা পেতে হয় আমাদের।
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন