লং মার্চ

লিখেছেন লিখেছেন নতুন মস ০৫ এপ্রিল, ২০১৩, ০৫:৪৭:৫৭ বিকাল

আজ আকাশে বুকে

লক্ষ কোটি

তারার মেলা

মুখে নারায়েন তাকবীর আল্লাহ আল্লাহ বলে

এল ওরা....

ওরা আল্লাহর ভয়ে ভীত।।

ওরা মানুষের কাছে করে না কখনই মাথা নত।

ওরা বিদ্রোহী

ওরা সংগ্রামী

ওরা আল্লাহ ভয়ে ভীত।।

সাহসের সাথে

পথে নেমেছে

কালেমার পতাকা হাতে নিয়ে

ওরা....

ফেরার জন্য নাতো

ওরা আল্লাহ ভয়ে ভীত।।

ঈমানী শক্তি জাগ্রত হয়

যখন

থেমে থাকে না

থেমে থাকে না

আল্লাহ প্রেমিকরা তখন।

এগিয়ে চলেছে

ঐ কাফেলার দল

বাস ট্টেন

লঞ্জ ফেরী ঘাট

সব অবরোধ

তাতে ভয় কি?

পায়ে হেটে হেটে

বহু দুর পথ

এগিয়ে চলেছে আল্লাহ প্রেমিকের দল

এই পথে নেই পরাজয়

নেই কোন ভয়

বাঁচলে গাজী

মরলে শহীদ

কারণ একটায়

তারা আল্লাহর ভয়ে ভীত।।

বিকালঃ৫.৩০

রংপুর

লং মার্চ

বিষয়: বিবিধ

৮৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File