হারিয়ে যাওয়ার গল্প
লিখেছেন লিখেছেন আত্মমগ্ন কবি ০১ মে, ২০১৩, ০৭:৩৬:০৬ সন্ধ্যা
আমার প্রিয় কিছু জিনিস ছিল
বন্ধুরা জানত সাদা-কালো চেকের পাঞ্জাবিটা আমার খুব প্রিয়
প্রায় প্রতিদিন পরতাম, তাই
মাঝে মাঝে ওরা বকাঝকা করত.
কাল তা ছিঁড়ে গেল, রাগে-দুঃখে
বাকিটাও আস্তে আস্তে ছেঁড়া হলো।
ম্যাপলের থাই জিন্স ছিল, তিন বছর আগে কেনা
তাও গত মাসে ছিঁড়ে গেল।
কালো প্রেমের মোটা চশমা ছিল, বোরহানরা জানত
কত প্রিয় ছিল
... ভেঙ্গে ফেলল আদরের ভাগ্নি
ছোট্ট মেয়ে সে, খেলার যন্ত্র ভেবেছিল।
ভাইয়া-ভাবি জানত আমার একটা রূম ছিল
সেল্প ভরা বই, একটা প্রিয় বালিশ ছিল
বাসাটা বদলাতে গিয়ে সেল্পগুলো ভাঙ্গল
আজ বাসায় এসে দেখি তুলার ছড়াছড়িতে
সেই বালিশটাও শূন্য হল
কিছু প্রিয় মানুষ ছিল, কেমন করে জানি
আস্তে আস্তে অনেক দূরে চলে গেল
এভাবে প্রিয় সব কিছু
ভেঙ্গে যাওয়া, ছিঁড়ে যাওয়া, চলে যাওয়া
সবকিছু হারিয়ে গিয়ে, নিজের সাথে
কেমন জানি এক পুতুল খেলা।।
এখন আবার হয়ত নতুন করে সব পাব, পাচ্ছি
তাই বলে নস্টালজিয়ার একি খেলা!!.....
বিষয়: বিবিধ
১২৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন