অভিশপ্ত রাজনীতি

লিখেছেন লিখেছেন ৭১এর চেতনা,শেষ স্মৃতি হাসিনা । ০১ মে, ২০১৩, ০৭:৩১:৩৫ সন্ধ্যা

অভিশপ্ত রাজনীতি বাংলার জমিনকে জনশূন্য মরুভূমিতে রূপান্তর করতে আরবেশি দেরি নয় ।

=>কিহবে বেচে থেকে অযথা বিদ্যাশিখে ,

যদিনা গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে ।

আমরা বিদ্যার্জন করি ঠিক কিন্তু সেটা আমাদের জ্ঞান বিচরণে কোন উপকার আসেনা ।

তাইতো একটা হাদীস আছে *তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ।

অর্থাত্‍ -প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ । মানুষটা যদি মুসলমান হয় তবে তার জন্য ধর্মিও জ্ঞান না থাকলে সে তার জীবনের একটা অঙ্গকে পুঙ্গ করে রাখলো ।আর এমনটাই প্রকাশ পাচ্ছে আমাদের দেশের রাজনৈতিক নেত্রীবর্গের প্রতি ।ওরা সমাজের প্রত্যেকটি বিষয় যেন সমান ভাবে দেখছে । আসলে ইসলাম ধর্ম মেনে চলা অতি কঠিন আবার খুবই সহজ ।যারা ধর্মের ওপর অটল তাদের কাছে এটা সহজ হয়ে গেছে । যেমন একজন পর্দাশীল মহিলা কখনো বোর্কা ছাড়া তার ঘরের বাহিরে যেতে ইতস্তথ হয়ে যাবে ।

বড় কষ্ট হয় আমাদের দেশের নারী রাজনীতি দেখে । এদেরকে দোষার আগে দোষতে হয় দেশ পরিচালক মোন্ড হীন নেত্রী শেখ বোবোকে ।

*আমার জন্মের পরথেকে এই প্রথম দেখলাম শাহবাগের VIEW ,যা মুসলিম রাষ্ট্রের এক বিশাল গৌরব ভাবছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা !

আমরা বাধ্যহয়ে বলতে হয় হাসিনা বোবো এর শিক্ষক ।

।।ব্যাখ্যা করতে গেলে পাঠকের বিরক্তিবোধ আসবে স্বাভাবিক .তাই শুধু পয়েন্ট গুলো তোলে ধরছি ।

*আরও শিখানো হয় পুলিশকে মসজিদে জুতো নিয়ে প্রবেশ করা এবং নামাজ থেকে মুসল্লিকে ধরে আনা । এটা ইসলামী রাষ্ট্রের এক অভিনব আইন করা হয়েছে মনে হয় ।

*মিথ্যাচারী -যে বিষয়াদী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা পরে অস্বীকার করা ।আবার হজ্জ ঠিক আছে ।তাসবিহ্ হাতে গুড়ছে ।

*ঈমাণতো কোন নাটকিয় বিষয় না তবে কেন ঈমান্দার সেজে ভোট বিক্ষা চাওয়া ?

*ভুলে যেওনা যে হাজিনী আর তাসবিহ্ ওয়ালা হয়ে ভোট পেয়েছ

*এই নাটকিয়তার জন্য একদিন জবাবদিহীতা করতে হবে ।

ভাল থেক সেই পর্যন্ত ।

বিষয়: রাজনীতি

১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File