ডিজিটাল ব্যানারের আগ্রাসন

লিখেছেন লিখেছেন এক ফোটা শিশির ০১ মে, ২০১৩, ০৭:৩৮:৪৮ সন্ধ্যা

তিন থেকে চারদিন আগে একটা দোকানে বসে চা খেলাম। দোকানের তিনদিকে বাঁশের বেড়া, একদিকে খোলা। উপরে একচালা টিন।

দোকানে আনুমানিক ৪০০/৫০০ টাকার মালামাল হবে। দোকানদার খুব আক্ষেপ করে বলেছিল ‍‍"ভাই শুধু বাকি আর বাকি, এই দেখুন ক্যাশের অবস্থা"।

ক্যাশে প্রায় ৭০/৮০ টাকা হবে।

আজ দোকানে গেলাম দেখি স্থানীয় নেতাগোছের কয়েকজন লোক বসে আছে। তাদের কথার ট্রপিকস শুনে যা বুঝলাম তা এই রকম: তারা বাংলাদেশের কোন এক বড় রাজনৈতিক দলের স্থানীয় নেতা। তারা দোকানদারকে তাদের দলীয় ব্যানারে ছবি দিতে নানা ভাবে উৎসাহিত করার পর দোকানদার তাদের ব্যানারে ছবি দেওয়া খরচ বাবদ প্রায় ৫০০ টাকা দিতে প্রস্তুত হল।

আজ রাজধানী সহ দেশের নামকরা শহরগুলোতে পোষ্টার এবং ডিজিটাল ব্যানারের যে জয়জয়কার। তা দেখে সত্যিই সেসব নেতাদের প্রতি করুনা হয়। যেসব নেতাদের ছবি থাকে পোষ্টার বা ব্যানারের এক কোনায় আর আমাদের মত আতি নেতা/ পাতি নেতাদের ছবি থাকে সমস্ত ব্যানার জুড়ে।

মন্তব্যঃ আপনাদের কাছে প্রশ্ন আমরা যেসব নেতার নামের নিচে ছবি দেই। সেসব নেতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ইত্যাদি নেতারা তাদের ছবি ছাপানোর ক্ষেত্রে কতটুকু আগ্রহী ছিল ?

বিষয়: রাজনীতি

১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File