@ ওদের স্বপ্ন @

লিখেছেন লিখেছেন এক ফোটা শিশির ২৮ অক্টোবর, ২০১৩, ০৬:৪৩:৫৫ সন্ধ্যা

স্বপ্ন ছিল ওদেরওতো মা

জ্বলবে প্রদীপ হয়ে,

কুরআনের রাজ কায়েম করবে

শত বেদনা সয়ে।

ওদের মায়ের স্বপ্ন ছিল

ফিরবে খোকা ঘরে,

খোকাযে আজ পাড়ি জমালো

ওপারে চিরতরে।

ওরাতো করেনি টেন্ডারবাজী, খুন,

ধর্ষণে সেঞ্চুরী,

কেনো হল মা হায়েনার হাতে

লগি/বৈঠার বলি?

ওরাতো দিয়েছে কুরআনের দাওয়াত

গেয়েছে খোদার গান,

জীবন বিলিয়ে দিয়ে গেলো মা

কুরআন/হাদিসের মান।

হে খোদা......।

রক্ত যদি আরো লাগে

গড়তে কুরআনের রাজ,

লাখো শিশির কে কবুল কর

দাও ইসলামী সমাজ।

২৮ শে অক্টোবরের শহীদদের স্মরণে

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File