সহিহ ইমরান নামা
লিখেছেন লিখেছেন আত্মমগ্ন কবি ০৪ মার্চ, ২০১৩, ০৭:৪০:০৫ সন্ধ্যা
একজন জননেতার নির্বাচনী শ্লোগানসমুহ -
শহরের রাস্তার ধারের দেয়ালগুলোতে লিগ-বিএনপি-জামাত-বামদলগুলোর 'দেয়ালে চিকা মারা' অর্থাৎ দেয়াল লিখনগুলো দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছি ,তাই আজ আসুন যে যার এলাকার দেয়ালগুলোকে ধুয়ে মুছে পরিস্কার করে কিছু নতুন শ্লোগান লিখে মহান শাহবাগ আন্দোলনে (২য় মুক্তিযুদ্ধ) যোগ দেই । সবাইকে নিচের শ্লোগান গুলো লিখার জন্য আহবান জানাচ্ছি এবং দেয়াল লিখনের সময় একটি শব্দ লিখেই তিন মিনিট দাঁড়িয়ে ২য় মুক্তিযুদ্ধের সাথে সংহতি জানাবেন নাহলে কিন্তু এই যুদ্ধের সর্বাধিনায়ক /নেতা আপনাকে মুক্তিযোদ্ধার সনদ না দিয়ে রাজাকারের সনদ দিলে আমার কিছুই করার থাকবে না।
যে শ্লোগান গুলো লিখবেন নিম্নে সেগুলো দেয়া হলো -
১) সামনে আসছে ভয়ংকর দিন থুক্কু শুভদিন ইমরান সরকারের সালাম নিন
২) ইমরান ভাইকে ভোট দিন মুক্তিযোদ্ধার সনদ নিন
৩) ইমরান ভাইয়ের দুই নয়ন দেশবাসীর উন্নয়ন
৪) তিন মিনিট দাঁড়িয়ে যান শাহবাগী পান চিবান
৫) কে বলেরে ইমরান নাই শাহবাগেতে খুঁজে পাই
৬) দশের লাঠি একের বোঝা ইমরান সরকারকে করুন সোজা
৭) দিনে ঘুমাই রাত্রি জাগি আমরা সকল শাহবাগী
৮) আর করিনা কোন ভয় ইমরান ভাইকে দালাল কয়
৯) ইনশাল্লাহ নিশ্চয় ইমরান ভাই চোর নয়
১০) সিনেমা দেখুন ‘লালটিপ’ ইমরান সরকার ‘স্বাচিপ’
১১) শহীদ মোদের ‘থাবাবাবা’ ইমরান সরকার নয়তো‘হাবা’
১২) একাত্তরের হাতিয়ার সব দিয়েছে ইমরান সরকার
১৩) ইমরান সরকার হাসছে দেশবাসী কাঁদছে !
১৫) ইমরান সরকার আসছে পুরো দেশ জ্বলছে !
১৬) ইমরান সরকার হাঁটছে রাস্তাঘাট কাঁপছে !!!
১৭) ইমরান ভাইয়ের মনে সুখ দেশবাসীর করুন মুখ
১৮) দেশবাসীর দোয়া চাই নেতা মোদের ইমরান ভাই
১৯) ইমরান ভাই রাখছে দাঁড়ি আসুন সবাই জামাত করি
২০) একটা দুইটা শিবির ধরো ইমরান ভাইকে খুশি করো
২১)পূরণ হয়েছে সকল দাবী ইমরান নিয়েছে দেশের চাবি
২২) এক দফা এক দাবী ইমরান তুই কত জ্বালাবি ? / এক দফা এক দাবী ইমরান তুই কবে যাবি
২৩) আর করিনা কোন ভয় ইমরান ভাইয়ের হবে জয়
২৪) ইমরান সরকার দিচ্ছে ডাক দল করুন শাহবাগ / ইমরান সরকার দিচ্ছে ডাক চলেন যাই শাহবাগ
২৫) বনের রাজা ‘টাইগার’ দেশ চালাচ্ছে ইমরান সরকার
২৬) যার কোন ধর্ম নাই আছেন শুধু ইমরান ভাই
২৭) আর করো না চাপাবাজি সব ইমরানের ভেল্কিবাজী
২৮) যদি না ফেলেন কোন লাশ ইমরান সরকার দিবে বাঁশ
২৯) সারাদেশে একি শুনি ইমরান সরকারের দুয়োধ্বনি
৩০) আর করবো কোন লড়াই ইমরান ভাইকে সবাই ডরাই
৩১) যদি চান আরও লাশ হাতে রাখুন লাঠি বাঁশ
৩২) ইমরানের কোন দল নাই আমরা কি সবাই ঘাস খাই?
৩৩) দেশবাসী সব সাম্প্রদায়িক শুধু ইমরান ভাই দেশপ্রেমিক
৩৪) দেশবাসীর গুষ্ঠি কিলাই ইমরান ভাইকে ক্ষমতায় চাই
৩৫) টেকনাফ থেকে তেতুলিয়া ইমরান সরকার করবে বিয়া ।
৩৬) মোমবাতির আলো ঘরে ঘরে জ্বালো
৩৭) ইমরান ভাইয়ের মার্কা কি বেলুন ছাড়া আর কি?
৩৮) ডাক দিয়েছেন ইমরান ভাই দেশবাসীর রক্ষা নাই
৩৯) ডাক দিয়াছেন ইমরান ভাই দেশ ছেড়ে পালিয়ে যাই
৪০) যার পাশে নাই ইমরান সরকার সে হলো রাজাকার / পাশে না থাকলে ইমরান সরকার হয়ে যাবে রাজাকার
৪১) একটু শান্তি সুখ চাই ইমরান সরকারের গুষ্ঠি কিলাই
৪২) জাতির পিতা লুকান্তরে নতুন পিতা শাহবাগে
বিষয়: বিবিধ
১৮১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন