'ফ্যাক্ট' কিংবা 'মিথ'
লিখেছেন লিখেছেন আত্মমগ্ন কবি ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৪০:৩৬ দুপুর
মিথ্যার পাহাড় রচনা করেছ
'ফ্যাক্ট'কে 'মিথ' করেছ
যুক্তিকে বদলিয়ে করেছ আবেগ
রাতকে দিন করেছ, দিনকে করেছ রাত
সবকিছু বদলে দিয়েছ।
আমরা ভেবেছি নয়া বয়ান পাব
তৈরি করব নতুন ইতিহাস
কিন্তু তুমি প্রতিধ্বনি করেছ সময়ের
বাস্তবতার না।
তুমি ই সব না।
মনে রেখো ক্ষমা পাবেনা তুমি।
লক্ষ শহীদের আত্মা চিৎকার করে কাঁদছে
বলছে 'জাস্টিস' 'জাস্টিস'।।
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন