মুক্তি
লিখেছেন লিখেছেন আত্মমগ্ন কবি ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৫৩:৩৪ দুপুর
আমি বুঝেছি, অভিশাপের পাহাড় নিয়ে তোমার এ পথ চলা
চলছে, থেমে নেই।
সংবিধান কিংবা পেনাল কোডের কোন ধারাতেই তুমি অভিযুক্ত নও
কিংবা শাস্তিযোগ্য কোন আপরাধের সাথেও তোমার সম্পৃক্ততা নেই
কিন্তু বিবেকের কাছে? আত্মসমালোচনায়?
শুধু অভিশাপ আর অভিশাপ; সাথে যন্ত্রণার বিশাল ভার
মুক্তি চাও এখন তুমি তাই না?
মুক্তির পথতো একেকজনের কাছে একেক রকম
ধাঁধাঁ, তাইনা?
বিশ্বায়নের এ যুগে এমনিতেই সবার হাতে এতো এতো ‘অপশন’
ফলে বাছাইয়ের কাজটাওনা অত্যন্ত দুরূহ।
তবুওতো একটা পথতো শেষমেষ বাছাই করতেই হবে
করে নাও............
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন