হাদীসের আলোকে উন্নত জীবনের ত্রয়ী আচরণ
লিখেছেন লিখেছেন মুক্তা ০১ জুলাই, ২০১৩, ০৯:১১:২৬ রাত
মহানবী সা. ইরশাদ করেছেন,
১. আল্লাহ বিবেককে তিন ভাগে বিভক্ত করেছেন।
এর সবগুলোই যার মধ্যে রয়েছে, তার বিবেকই শুধু পরিপূর্ণ। ক. আল্লাহর যথাযথ পরিচয়,
খ. আল্লাহর যথাযথ আনুগত্য ও
গ. আল্লাহর মীমাংশায় সন্তুষ্টি।
২. তোমাদের মধ্যে সে ই শ্রেষ্ঠ, যার মধ্যে তিনটি গুণ রয়েছে। সেগুলো হলঃ
অন্নদান করা, সালামের প্রসার ঘটানো ও গভীর রাতে সালাত আদায় করা।
৩. হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রা. বলেন, রাসুলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করলাম, কোন কাজ সবচে’ প্রিয়?
তিনি জবাব দেন,
যথাসময়ে সালাত আদায় করা।
বললাম, তারপর কোনটি?
তিনি উত্তর দিলেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা।
আবার প্রশ্ন করলাম, তারপর?
তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ।
বিষয়: বিবিধ
১৩০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন