উন্নত চরিত্রের ত্রয়ী আচরণ
লিখেছেন লিখেছেন মুক্তা ১৫ জুন, ২০১৩, ০৯:০০:২২ রাত
১. তিনটি আচরণে সব কল্যাণ লুকায়িত। - দৃষ্টি নিক্ষেপ, চুপ থাকা ও আলোচনা করা। যে দৃষ্টি থেকে শিক্ষা গ্রহন করা হয়না, তা ভ্রান্ত, চিন্তা-ফিকির বিহীন চুপ থাকা অলসতা এবং যিকির বিহীন আলোচনা অর্থহীন।
২. বেহেশতের ধন-সম্ভার তিনটি। ক) গোপনে সাদকাহ প্রদান, খ) নিজের বিপদাপদ গোপন রাখা এবং গ) স্বীয় অসুস্থতা প্রকাশ না করা।
৩. তিন বিষয়ে আমলকারী সর্বদা সফলকাম হয়। ক) আল্লাহর কোন নিয়ামত স্তগত হলে, তার প্রশংসা করা, খ) জীবিকা প্রাপ্তিতে বিলম্ব ঘটলে এস্তেগফার করা ও গ) বিপদগ্রস্থ হল অধিক হারে لا حول ولا قوة الا بالله বলা।
__ হযরত আলী রা.
বিষয়: বিবিধ
১৪২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন