উন্নত চরিত্রের ত্রয়ী আচরণ
লিখেছেন লিখেছেন মুক্তা ২৩ জুন, ২০১৩, ০৮:০০:৪৬ রাত
হযরত আলী র. এর উদ্দেশ্যে রাসুলুল্লাহ স. বলেন,
১. হে আলী (রা.), তিনটি আল্লাহর অন্যতম গুণ।
ক) কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কোন ভাই এর সাথে সাক্ষাৎ করলে সে আল্লাহর সাথে সাক্ষাৎকারী। মহান আল্লাহ তাঁর সাথে সাক্ষাৎকারীকে সম্মানিত করেন এবং তাঁকে তার প্রার্থীত বস্ত্ত দান করেন।
খ) কেউ এক নামায পড়ে পরবর্তী নামাযের জন্য অপেক্ষা করে সে নামায আদায় করলে সে আল্লাহর মেহমান। মহান আল্লাহ নিঃসন্দেহে তাঁর মেহমানকে সম্মানিত করেন।
গ) কেউ হজ্জ্ব উমরা পালন করলে সে আল্লাহর দূত। আল্লাহ নিশ্চয় তাঁর দূতকে সম্মানিত করেন।
২. হে আলী (রা.), তিনটি কাজের প্রতিদান দুনিয়া ও আখরাতে পাওয়া যায়।
ক. হজ্জ্ব দারিদ্র দুর করে,
খ. সাদকা বিপদ আপদ সরিয়ে দেয় আর
গ. আত্মীয়তার সম্পর্কাটুট রাখা আয়ু বৃদ্ধি করে।
৩. হে আলী (রা.), তিন জন কিয়ামত দিবসে আল্লাহর আরশের নীচে স্থান পাবেন।
ক. যে ব্যক্তি অপরের জন্যও তা ভালবাসে, যা সে নিজের জন্য ভালবাসে,
খ. যে ব্যক্তি কোন বিষয়ে অবহিত হলে তাতে আল্লাহর সন্তুষ্টি না ক্ষোভ, তা না জেনে সামনে অগ্রসর হয়না এবং
গ. যে ব্যক্তি নিজের ত্রুটি সংশোধন না করা পর্যন্তত অপরের কোন ত্রুটির কথা বলেনা। মানুষ সংশোধনকামী হলে তার একটি ত্রুটি সংশোধন হওয়ার সাথে সাথে আরেকটি ত্রুটি প্রকাশ পাবে এবং তা সংশোধনে লেগে যাবে। এভাবে সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, অন্যের ত্রুটি দেখার সুযোগ তার হবেনা।
বিষয়: বিবিধ
১৪১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন