হাদীসের আলোকে ‌'ত্রয়ী আচরণ‌'

লিখেছেন লিখেছেন মুক্তা ২৫ জুন, ২০১৩, ০৮:৫৯:৪৫ রাত

মহানবী স. বলেন,

১. হে আবু যার র. তুমি যেখানেই থাক,

ক. আল্লাহকে ভয় কর,

খ. কোন পাপ কাজ ঘটে গেলে সাথে সাথে কোন পূণ্যের কাজ কর; কেননা পূণ্যের কাজ মন্দকে মুছে ফেলে এবং

গ. মানুষের সাথে সদাচারের সাথে মেলামেশা কর। _আহমদ, তিরমিযী।

২. হে আবু যার র.

ক. তাদবীর বা চিন্তা ভাবনা করে কৌশল অবলম্বনে কাজ করার মত কোন জ্ঞান নেই,

খ. হারাম কাজ থেকে বিরত থাকার মত কোন পরহেজগারী নেই এবং

গ. উত্তম চরিত্রের মত কোন আভিজাত্য নেই। _বাইহাকী।

৩. সকল বৈঠকের গোপনীয়তা রক্ষা করা জরুরী ৩টি বাদে। সেগুলো হল

ক. অন্যায় ভাবে কাউকে হত্যার ষড়যন্ত্রমূলক বৈঠক,

খ. ব্যভিচার করার গোপন পরামর্শ এবং গ. অন্যায় ভাবে কারো সম্পদ ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্রমূলক বৈঠক । _ আবু দাউদ।

বিষয়: বিবিধ

১৪২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File