উন্নত জীবনের ত্রয়ী আচরণ
লিখেছেন লিখেছেন মুক্তা ২৮ জুন, ২০১৩, ০৭:৪৫:৪২ সন্ধ্যা
মহানবী হযরত মুহাম্মদ স. ইরশাদ করেন,
১. কল্যাণের দরজা তিনটি। - অন্তরের প্রসন্নতা, উত্তম বচন ও বিপদাপদে ধৈর্য অবলম্বন।
২. হে আলী (রা.), তিনটি বাদে সব চোখ কিয়ামত দিবসে কান্নারত থাকবে।
ক. যে চোখে আল্লাহর পথে বিনিদ্র থেকছে,
খ. যে চোখ আল্লাহর নিষিদ্ধ বস্ত্ত দর্শনে বিরত থেকেছে এবং গ. যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত করেছে।
৩. মহানবী সা. ইরশাদ করেছেন, তিনটি গুণ কারো মধ্যে থাকলে তার ঈমান পরিপূর্ণতা লাভ করে।
ক. সুযোগ ও আনন্দের আতিশয্য যে ব্যক্তিকে বাতিল ও ভ্রান্তিতে নিমজ্জিত করেনা,
খ. ক্ষোভের আধিক্য যে ব্যক্তিকে হক ও সত্য থেকে বিচ্যুত করেনা এবং
গ. ক্ষমতাবান হয়েও যে অপরের অধিকার খর্ব করেনা।
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন