হাদীসের আলোকে ত্রয়ী আচরণ

লিখেছেন লিখেছেন মুক্তা ২৬ জুন, ২০১৩, ০৯:২৪:৫৪ রাত

রাসুলুল্লাহ স. ইরশাদ করেছেন,

১. ক) ব্যয়ে মধ্যম পন্থা অবলম্বন করা উন্নত জীবন যাপনের অর্ধেক,

খ) মানুষের প্রতি ভালবাসা বিবেক বুদ্ধির অর্ধেক এবং

গ) জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সুন্দর ভাবে প্রশ্ন করা প্রকৃত জ্ঞানের অর্ধেক। বাইহাকী।

২. তিনটি কাজ পরিত্রাণ দেয় এবং তিনটি কাজ ধ্বংস আনয়ন করে। পরিত্রাণকারী ৩টি হল:

ক) গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা,

খ) সন্তুষ্টি ও অসন্তুষ্টি উভয় অবস্থাতেই হক ও সত্য কথা বলা এবং

গ) ধনাঢ্যতা ও দারিদ্রতা উভয় অবস্থাতেই মধ্যম পন্থা অবলম্বন করা।

ধ্বংস আনয়নকারী কাজ ৩টি হল-

ক) প্রবৃত্তির অনুসরণ করা,

খ) লোভ-লালসা ও কৃপণতা অবলম্বন করা এবং

গ) নিজেকে বড় ও সম্মানিত মনে করা। শেষেরটি সবচে’ ক্ষতিকর। বাইহাকী।

৩. উত্তম চালচলন, ধীরস্থির পদক্ষেপ এবং সকল কাজে মধ্যম পন্থা অবলম্বন করা নুবুওয়াতের ২৪ ভাগের এক ভাগ। -তিরমিযী।

বিষয়: বিবিধ

১৩৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File