উন্নত চরিত্রের ত্রয়ী আচরণ

লিখেছেন লিখেছেন মুক্তা ১৪ জুন, ২০১৩, ০৭:৫৭:৩৫ সন্ধ্যা

১. কিয়ামত দিবসে সব মানুষের হিসাব কিতাব শেষ না

হওয়া পর্যন্ত তিন প্রকার মানুষ আল্লাহর অতি সান্নিধ্যে

অবস্থান করবেন।

ক. ক্ষমতা থাকা স্বত্ত্বেও ক্রোধের সময় যারা

অধঃস্তনদের উপর অবিচার করেনি।

খ. যে অপর দু’লোকের সাথে চলাফেরা করেছে, কিন্তু

তাদের আচরণে সামান্য পরিমানও বিরক্ত হয়নি।

গ. যে সর্বদা সত্য কথা বলেছে; তা তার পক্ষে

গেলেও, বিপক্ষে গেলেও।

২. যার কণ্ঠ সত্যবাদী, তার আমল পবিত্র; যার নিয়্যাত

বিশুদ্ধ, আল্লাহ তার জীবিকা বৃদ্ধি করে দেন এবং যে

তার পরিবারের সাথে ভাল ব্যবহার করে, আল্লাহ তার

আয়ু বাড়িয়ে দেন।

৩. মুক্তি তিন জিনিসে। - কণ্ঠ সংযত রাখা, বাড়িতে

অবস্থান করা (বাইরে ফিতনায় না জড়িয়ে), নিজের

পাপের জন্য লজ্জিত হওয়া।

_ হযরত ইমাম জাফর সাদেক র.

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File