উন্নত চরিত্রের ৩টি আচরণ

লিখেছেন লিখেছেন মুক্তা ১৩ জুন, ২০১৩, ০৯:৩১:৩৫ রাত

১. হে আলী (রা), মারাত্মক তিনটি স্বভাব বর্জনের জন্য

তোমাকে আদেশ করছি। - হিংসা, লোভ ও

মিথ্যা।


২. হে আলী (রা), শ্রেষ্ঠ কাজ তিনটি। - নিজের বিরুদ্ধে

অপরের প্রতি ইনসাফ, আল্লাহর সন্তুষ্টির জন্য অপর

ভাই এর প্রতি সহমর্মিতা ও সর্বাবস্থায় আ্ল্লাহকে স্মরণ

করা।


৩. হে আলী (রা), তিনটি গুণ যার মধ্যে নেই, তার কোন

কাজই সফল-সার্থক হয়না। সেগুলো হলঃ ক) এমন

সংযম, যা মানুষকে আল্লাহর অবাধ্য হওয়া থেকে বিরত

রাখে, খ) এমন চরিত্র, যা দ্বারা লোকদের সাথে ভাল

আচরণ করা যায় ও গ) এমন সহিষ্ণুতা, যা দ্বারা

মূর্খদের অসদাচরণ প্রতিহত করা যায়।


- হযরত আলী র. এর উদ্দেশ্যে মহানবী স.

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File