প্রাপ্তির প্রত্যাশা
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ০৭ ডিসেম্বর, ২০১৪, ০৪:৫৩:০৭ বিকাল
একটা বিষয় খেয়াল করলাম যার যা নাই তার পেছনে দৌড়ঝাপ করে।কাঙ্খিত উদ্দেশ্য হাসিলের জন্য আপ্রান চেষ্টা করে। কারো জ্ঞানের প্রয়োজন হলে বেশি বেশি বই পড়ে। কম্পিউটার প্রসারের সাথে তাল মিলিয়ে ব্লগ পড়ে।কারো অর্থের প্রয়োজন হলে বেশি বেশি পরিশ্রম করে, বেশি বেশি কাজ করে। কারো মাথায় টাক পরতে শুরু করলে আপ্রান চেষ্টা করে তার রুখে দিতে, বিভিন্ন অসুধ খাওয়া-দেওয়া শুরু হয়ে যায়। নিত্যান্তই রক্ষা করা না গেলে এক পাশের চুল দিয়ে ওপাশ ঢেকে রাখার চেষ্টা করে।
এভাবে যার যেটা প্রয়োজন সে সেটা পাওয়ার জন্য আপ্রান চেষ্টা করে-করবে এইটা একদম স্বাভাবিক ব্যাপার।
এই যেমন মেয়েদেরকে দেখা যায় সাজুগুজু করতেই বেশি ব্যস্ত। হুম ব্যাস্ত থাকবে এইটা একদম স্বাভাবিক ব্যাপার। এই ব্যাপারে তাদের দোষ দিয়েও কোন লাভ নেই কার জগতে যার যেটা নেই সেটা পাওয়ার জন্য সে সংগ্রাম করবে।যাদের রূপ নেই তারা রূপের জন্য সাজে, পার্লারে যায়।
এতে দোষের কিছু নাই।
বি:দ্র: নারীকূল হইতে আক্রমন হবার সম্ভ্যাবনা আছে,তাই শীতের প্রহরে মোটা জামা পরা আছে পিঠে।
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর হা লিখাটি দুইবার এসেছে, পোস্ট করার সময় খেয়াল রাখবেন।
ধন্যোবাদ।
মন্তব্য করতে লগইন করুন