পা ছাড়া জীবন, যাস্ট চিন্তা করা যায় না Day Dreaming

লিখেছেন লিখেছেন ছালসাবিল ০৭ ডিসেম্বর, ২০১৪, ০৪:৪৫:২৫ বিকাল





শীতের আবওহয়া খুবি শুষ্ক অবস্থায় থাকে। এই শুষ্ক আবওহয়া কারনে পা ফাটার সমস্যা দেখা দেয়। অনেক সময় পা ফাটার ফলে রক্তও বের হতে পারে এবং ওই অংশ দিয়ে জীবাণু প্রবেশ করে পায়ে ঝুঁকিপূর্ণ সংক্রমণও হতে পারে। উক্ত সমস্যার সমাধান নিয়ে কয়েকটি পরামর্শ উপস্থাপিত করা হয়েছেঃ

কারনঃ

১. আমাদের শরীরের মধ্যে সবচেয়ে শুষ্ক স্থান পা। কারণ শরীরের অন্যান্য স্থানে তৈলগ্রন্থি থাকলেও তা পায়ের তালুতে নেই। তাই শুষ্ক আবওহয়ায় পা ফাটার সমস্যাটি দেখা দেয়।

২. পা ফাটার সময়ে পা চুলকাতে পারে, লাল হয়ে যেতে পারে। কখনো কখনো পায়ের ত্বক খোসার মতো ঝরে পড়বে। এমনকি রক্তপাতও হতে পারে।

পরামর্শঃ

১. শীতের আবওহয়ায় সব সময়ে মোজা ব্যাবহারের চেষ্টা করতে হবে।

২. নিয়মিত গোসল বা অজুর করার পর পা শুকনো তোয়ালে বা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলতে হবে এবং গোড়ালি ও তালুতে পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন মাখতে হবে।

৩. গামলায় লেবুর রসমিশ্রিত হালকা গরম পানিতে পা ভিজিয়ে পা ঘষে মৃত কোষ ফেলে দিন। লেবুর রসে যে অ্যাসিটিক অ্যাসিড আছে তা মৃত কোষ ঝরতে সাহায্য করবে। তারপর পা মুছে পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন লাগিয়ে নিন।

সমস্যা যদি বেশি খারাপ হয়ঃ

কখনো কখনো সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। যাদের থাইরয়েডে সমস্যা থাকে তাদের এমনিতেই ত্বক খুব শুষ্ক থাকে। ডায়াবেটিসে স্নায়ুজনিত সমস্যায় পায়ের আর্দ্রতা নষ্ট হওয়ার পাশাপাশি অনুভূতিতেও সমস্যা দেখা দেয়। তাই অনেক সময় পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়ে ঘা বা গ্যাংগ্রিন পর্যন্ত হতে পারে। তাই যদি সমস্যা খারাপ দিক লক্ষণ করে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমি কিন্তু ডাক্তার নই It Wasn't Me! Day Dreaming

বিষয়: বিবিধ

২৮০৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292067
০৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫১
ফাতিমা মারিয়াম লিখেছেন : ডাক্তারী পোস্টটি অনেক ভালো লাগলো। Rose

ইয়ে.........কোন ছেলের পায়ের ছবি দেয়া যেত না? Chatterbox না.....মানে বড় নখ ওয়ালা হাত পায়ের ছবিটা দেখে অনেকেই ভয় পেতে পারে! I Don't Want To See
০৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৯
235662
ছালসাবিল লিখেছেন : আপপু, Rolling Eyes ইয়ে মানে ইয়ে Tongue মেয়ে দের হাত ও পা দেখা তো জায়েজ আছে তাই না Tongue Rolling Eyes অবিবাহীতদের জন্য একটুস সমস্যা Tongue Day Dreaming
292069
০৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : নিঃসন্দেহে ভালো পোষ্ট কিন্তু পা'টা পছন্দ হইলো না। শুকনা মেয়ের পা Winking
০৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৪০
235663
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, আপনার বউয়ের পয়ের ছবি আমাদেরকে দেখান Love Struck Tongue
০৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৫
235669
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমার বউ এত ফর্সা আর সুন্দরী যে তার রূপের আগুনে সে জ্বলে পুড়ে মরে। তারপরও আপনার বিশেষ অনুরোধে তার পায়ের একখান পটুক দিতেছি কিন্তু শর্ত একটাই এটা যেন কেউ না জানে উখে? Winking


০৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
235670
ছালসাবিল লিখেছেন : ওয়াও ভাইয়া Day Dreaming ওখে Day Dreaming
তবে নুপুর পড়ে চলাচল কোরলে কিন্তু প্রবলেম Sad Day Dreaming
আহহহা তার রূপের আগুনে সে জ্বলে পুড়ে মরে____> সাথে আপনাকেও মারবে, সাবধানে থাকবেন ভাইয়া Day Dreaming
292076
০৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২২
০৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৪০
235664
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, কি হোলে ওরিড কেনো Surprised বিয়ের কথা মোনে পড়েছে বুঝি Tongue
292102
০৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : ন্যাড়া মাথা বেলতলায় কয় বার যায়?
292107
০৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
ক্ষনিকের যাত্রী লিখেছেন :
ফাতিমা মারিয়াম আপু লিখেছেন : ডাক্তারী পোস্টটি অনেক ভালো লাগলো। Rose
ইয়ে.........কোন ছেলের পায়ের ছবি দেয়া যেত না? Chatterbox না.....মানে বড় নখ ওয়ালা হাত পায়ের ছবিটা দেখে অনেকেই ভয় পেতে পারে! I Don't Want To See


আমি হলে এমন ছবি দিতাম..... Tongue




০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৮
235811
ছালসাবিল লিখেছেন : আপপু, কি ঘটনা, বাচ্চা আর বাচ্চা আপনার চতুর্দিকে Smug Surprised Worried Crying Tongue
ইশশশলে বাচ্চাটাকে একটুস আদর করতে মন চাচ্ছে, নাইস বেবি। Love Struck
ছোটবেলা কতযে পাখেয়েছি তার ইয়ত্তা নাই Rolling on the Floor
292201
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১২:২৯
সন্ধাতারা লিখেছেন : গুরুত্বপূর্ণ বিষয়ের উপর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইরান ভাইয়া।
০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪১
235813
ছালসাবিল লিখেছেন : আপু, আপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিন। Day Dreaming
292232
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৩০
আফরা লিখেছেন : ধন্যবাদ ! ধন্যবাদ !ধন্যবাদ ! যদিও আমার পায়ে এমন সমস্যা কখনো হয় নাই ভবিষ্যতে যদি হয় তখন কাজে লাগাব এজন্য ।
০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:২৫
235819
ছালসাবিল লিখেছেন : ডাক্তারনী আপপু, অনেনেনেনেক গুলো ধন্যবাদ দিলেন আমি খুববি ই খুশি Love Struck
আপনার পায়ে এমন সমস্যা হবে আমি স্বপ্নেও ভাবি নি Surprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File