একটু ভালবাসতে দাও
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ০২ নভেম্বর, ২০১৪, ০২:৩৬:০৭ দুপুর
একটু ভালবাসতে দাও
তোমার ঐ কাঠখট্টা মনটাকে-
প্রেমের জলে সিক্ত করবো,
মরু বনে থাকা ধূসর মনটাকে-
ভালবাসার রঙে সাজাবো।
.
একটু ভালবাসতে দাও
নোনা জলে ভেজা চোখের পাপড়ি-
স্বযত্নে মুছে দেবো,
রঙধনুর সাত রঙ তুলে এনে-
মায়াবী মুখটি সাজাবো।
.
একটু ভালবাসতে দাও
সুদূর নদের কূল থেকে কাঁশফুল এনে-
খোঁপায় গুঁজে দেবো,
কৃষ্ণচূড়া-রক্তজবার রক্তিম রসে-
লাজুক ঠোঁট রাঙাবো।
.
একটু ভালবাসতে দাও
তোমার জটিল জীবন যাত্রা পথের-
বন্ধুসুলভ সাথী হবো,
জোৎসা-জোনাকীর নিয়ন আলোয়-
ভূবন ভরিয়ে দেবো।
.
একটু ভালবাসতে দাও
তোমার ঐ হৃদয়ে জমাট বাঁধা কষ্টগুলোকে-
ফুৎকারে উড়িয়ে দেবো,
স্বর্গ থেকে আনা অমৃত সুখ সুধার-
পরশ বুলিয়ে দেবো।
.
বিনিময়ে কভু বলবোনা ভালবাসো,
শুধু বিনীত অনুনয়-
একটু সুযোগ দাও ভালবাসার
তাতেই পাবো সুখ অপার।
০২.১১.২০১৪
বিষয়: বিবিধ
১৪২৩ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রতিটা লাইন নিজের মনে হয়েছে। নিজেই যেন হারিয়ে গেছি, কোন এক স্বপ্নের রাজ্যে।
ভাল লেগেছে অনেক।
তাই অনেক ভালোবাসা রেখে গেলাম।
আমি লজ্জায় মরে যাচ্ছি এভাবে কী পাবলিক প্লেসে কেউ ভালোবাসা ভিক্ষা করে? তাও আবার ঘরের বউ এর কাছ থেকে? বউটাও বুঝি ভারি নিষ্ঠুররররররররররররররররর
তোমার ঐ হৃদয়ে জমাট বাঁধা কষ্টগুলোকে-
ফুৎকারে উড়িয়ে দেবো,
কষ্টগুলো ফুৎকারে উড়াতে গিয়ে না জানি আবার ভাবিসাবকেই না উড়িয়ে দেন।
তোমার ঐ হৃদয়ে জমাট বাঁধা কষ্টগুলোকে-
ফুৎকারে উড়িয়ে দেবো,
কষ্টগুলো ফুৎকারে উড়াতে গিয়ে না জানি আবার ভাবিসাবকেই না উড়িয়ে দেন ।
ভাইয়া তাই সাবধানে ।
মন্তব্য করতে লগইন করুন