ইউশা এবং পেঙ্গুইন - ১

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ০২ নভেম্বর, ২০১৪, ০১:৪০:২৪ দুপুর

একদিন রাতে ঘুমাতে যাবার আগে ইউশা তার বাবার সাথে বসে বসে টিভিতে ডিসকোভারী চ্যানেলে একটি ডকুমেন্টারি ফিল্ম দেখছিল। এটা সম্পূর্ণটাই ছিল বিভিন্ন প্রাণীদের নিয়ে একটা প্রামাণ্য অনুষ্ঠান। সে অবাক বিস্ময়ে দেখছিল যে, একেকটা প্রাণী কত জটিল এবং প্রতিকুল পরিবেশে সংগ্রাম করছে বেঁচে থাকার জন্য।

যখন সে বিছানায় ঘুমাতে গেল, শুয়ে শুয়ে চিন্তা করছিল যা দেখল সে সম্পর্কে। কল্পনায় সে তাকে ঐ প্রাণীদের মাঝে দেখল। তখন হঠাৎ করেই তার মনে হলো সে এমন এক জায়গায় রয়েছে যেখানে চারপাশে তুষারে ভর্তি। সে উদ্দেশ্যহীনভাবে চারদিকে ঘুরতে লাগল।

একটু পরেই সে সুন্দর, কোমল ও মিষ্টি একটা সম্ভাষণ শুনতে পেল। ‘স্বাগতম ইউশা। আমাদের ভূবনে তোমাকে স্বাগতম।’

তুমি কে? ইউশা জিজ্ঞেস করলো।

সে উত্তর দিল, আমি পেঙ্গুইন।

যে প্রাণীটি উত্তর দিল তাকে দেখতে খুব সুন্দর লাগছিল এবং মনে হচ্ছিল যেন সে ‘টাকসিডো’ (আমেরিকায় রাতের খাবারের সময় ব্যবহৃত বিশেষ পোশাক) পরিধান করে আছে। ইউশা মনে করার চেষ্টা করল আসলে কী ঘটেছিল। তার পরিষ্কার মনে পড়ল আজ রাতে শোয়ার আগে যখন সে বাবার সাথে বসে টিভিতে ডকুমেন্টারী দেখছিল সেখানে পেঙ্গুইনদের নিয়ে একটি অংশ ছিল।

হ্যাঁ, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ইউশা খুশির সাথে জবাব দিল। আমি আজ রাতেই টিভিতে তোমাদের লাইফ নিয়ে একটা অনুষ্ঠান দেখলাম। এটা আসলেই খুব একটা ঠান্ডা জায়গা। তোমাদের কী শীত লাগে না?

পেঙ্গুইনটি হেসে জবাব দিল, এটা দক্ষিণ মেরু। এখানে তাপমাত্রা কমতে কমতে এতো নিচে নামে যে তা মাইনাস ১৩০ ডিগ্রী ফারেনহাইট (- ৮৮ ডিগ্রী সেলসিয়াস) পর্যন্ত পৌঁছায়। এই আবহাওয়া অনেক প্রাণীকে মেরে ফেলে অর্থাৎ, অতিরিক্ত ঠান্ডার জন্য অনেক প্রাণী বেঁচে থাকতে পারে না। কিন্তু দেখো কী অবাক করা ব্যাপার! আমাদের কোনো সমস্যাই হয় না। খুব অবাক হচ্ছো, তাই না?

আসলেই তাই। আমি ভাবছি এটা কীভাবে সম্ভব?

(চলবে)

বিষয়: সাহিত্য

১২১৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280529
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪৬
224146
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ আফরামনি। বেশ কয়েকদিন পরে এসে তোমার প্রথম কমেন্ট পেয়ে ভালোই লাগল। দোয়া করো যেন বইটা ছোট্ট সোনামনিদের কাজে লাগে।
280540
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৫
কাহাফ লিখেছেন :
পড়লাম লেখাটা। ভালো লাগল।
ভাল লাগার অনুভূতি রেখে গেলাম। Rose Rose Rose
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪৭
224149
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। আপনার অসাধারণ অনুভূতির আবেশেই চলুক আমার আগামী পথচলা।
280557
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : শীতের দেশে থাকা একটু কষ্টকরই। তবে তাদের তো সেভাবেই তৈরি করা হয়েছে তাই না? খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১০:০৭
224354
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : হ্যাঁ, তাদেরকে সেভাবেই তৈরি করা হয়েছে। এ গল্পে সেগুলিই আসবে।
280592
০২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩২
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো। আরো সুন্দর সুন্দর লেখা উপহার দিন সেই কামনাই করি।
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১০:০৯
224359
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। সাথেই থাকুন। মূলত আপনারা আছেন, লেখা পড়েন, কমেন্ট করেন, ভুল ধরিয়ে দেন, উৎসাহ দেন - এ জন্যই লিখতে আনন্দ পাই। কিন্তু সময় স্বল্পতার জন্য আপলোড করতে পারি না।
280624
০২ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪০
ফাতিমা মারিয়াম লিখেছেন : চলতে থাকুক শিশু সাহিত্য Thumbs Up
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১০:১০
224360
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ, ফাতিমা আপু।
288042
২৫ নভেম্বর ২০১৪ রাত ১১:০৯
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
৩০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪৩
233546
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। এ জাতীয় লেখা থেকে ছোট সোনামনিরা কী উপকৃত হবে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File