ভালবাসা
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ২৯ অক্টোবর, ২০১৪, ০১:৫৮:০০ দুপুর
সময়ের স্রোত সাঁতরে
বদলে যায় অনেক কিছু,
হয়তো তুমিও-
বদলে যাবে একদিন,
হয়তো মনেও রাখবেনা
এই তীব্র ভালবাসার টান।
হয়তো ভুলে যাবে আমায়-
চিরতরে।
তবে আমার হৃদয় ক্যানভাসে থেকে যাবে-
তোমার-
সব স্মৃতি,
সব কথা,
সব স্পর্শ,
সব আবেগ,
ভালবাসা।
২৯.১০.২০১৪
বিষয়: বিবিধ
৯০৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজকের আপনার কথামালার সাথে সর্বোচ্চ সহমত পোষণ করছি আমি!!
সঠিক মনের ভাব প্রকাশ করায় অনেক অনেক ধন্যবাদ জানাই....
ধন্যবাদ
উড়ে আসে পরবাসে ;
দক্ষিণের হাওয়ায় খুঁজে নেয় সে
ফিরে যাবার পথ।
মন্তব্য করতে লগইন করুন