আওয়ামী বাদী, আওয়ামী বিচারক, আওয়ামী সাক্ষী, আওয়ামী প্রসিকিউশন, আওয়ামী রায়
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৯ অক্টোবর, ২০১৪, ০২:১৭:০৬ দুপুর
আওয়ামীলীগ ক্ষমতায় যাওয়ার সিডি হিসাবে যুদ্ধাপরাধ ইস্যুকে পূঁজি করে।
আওয়ামীলীগের দৃষ্টিভংগী অনুযায়ী যুদ্ধাপরাধ ট্রাইবুনাল গঠন করা হয়।
আওয়ামীলীগের অনুগতদের ট্রাইবুনালের বিচারক নিয়োগ দেয়া হয়।
আওয়ামীলীগের ক্যাডারদের দিয়ে প্রসিকিউশন গঠন করা হয়।
আওয়ামী বাদী কর্তৃক দেয়া এজহার প্রদান করা হয়।
আওয়ামী সাক্ষীদের দিয়ে সেই এজহার সত্যায়ন করা হয়।
আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী রায় প্রদান করা হয়।
অতএব সেই রায় বাংলালিংক দামে ফাঁসিই হওয়ার কথা। আমগাছে যেমন তেতুল ধরেনা, আওয়ামী ট্রাইবুনালে নিজামীর জন্য ফাঁসি ছাড়া আর কিছু জুটবে, তা কল্পনা করিনি। বিধায় নিজামীর ফাঁসি হয়েছে এই রায়ে বিস্মিত হইনি।
বিষয়: বিবিধ
১৩৩২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাঁধার পাহাড় দেখে হয়না বেহুশ।
এমন মানুষ কই বীর মুজাহিদ,
দূর্জয় সুখে দূঃখে তাকে খুঁজি আজ।
তাকে খুঁজি আজ।
আ.লীগ কুফরী দল আর
বিএনপি মোনাফেকী দল
মোনাফেকের চেয়ে কাফের ভাল নয় কি?
মুনাফেক হল মদের বোতলে দুধের লেবেল
কোনটা বেশী বিপজ্জনক??
দাদু বলেছে যে, পেশাব আর পায়খানা দুইটাই নাপাক। বস এটাই বুঝি। কিন্তু পায়খানার চেয়ে পেশাব ভাল একথা না বলে পেশাবের চেয়ে পায়খানা খারাপ বলতে শিখেছি।
মন্তব্য করতে লগইন করুন