আওয়ামী বাদী, আওয়ামী বিচারক, আওয়ামী সাক্ষী, আওয়ামী প্রসিকিউশন, আওয়ামী রায়

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৯ অক্টোবর, ২০১৪, ০২:১৭:০৬ দুপুর



আওয়ামীলীগ ক্ষমতায় যাওয়ার সিডি হিসাবে যুদ্ধাপরাধ ইস্যুকে পূঁজি করে।

আওয়ামীলীগের দৃষ্টিভংগী অনুযায়ী যুদ্ধাপরাধ ট্রাইবুনাল গঠন করা হয়।

আওয়ামীলীগের অনুগতদের ট্রাইবুনালের বিচারক নিয়োগ দেয়া হয়।

আওয়ামীলীগের ক্যাডারদের দিয়ে প্রসিকিউশন গঠন করা হয়।

আওয়ামী বাদী কর্তৃক দেয়া এজহার প্রদান করা হয়।

আওয়ামী সাক্ষীদের দিয়ে সেই এজহার সত্যায়ন করা হয়।

আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী রায় প্রদান করা হয়।

অতএব সেই রায় বাংলালিংক দামে ফাঁসিই হওয়ার কথা। আমগাছে যেমন তেতুল ধরেনা, আওয়ামী ট্রাইবুনালে নিজামীর জন্য ফাঁসি ছাড়া আর কিছু জুটবে, তা কল্পনা করিনি। বিধায় নিজামীর ফাঁসি হয়েছে এই রায়ে বিস্মিত হইনি।

বিষয়: বিবিধ

১৩৩২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279278
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২১
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ। Rose Rose
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৬
223027
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
279281
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৩
সালসাবীল_২৫০০ লিখেছেন : আওয়ামীলিগেরও একদিন বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহপাক আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক.... আমনি
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৭
223030
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : দূঃখে পড়েনা ভেঙে যে বীর পুরুষ,
বাঁধার পাহাড় দেখে হয়না বেহুশ।
এমন মানুষ কই বীর মুজাহিদ,
দূর্জয় সুখে দূঃখে তাকে খুঁজি আজ।
তাকে খুঁজি আজ।
279344
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪০
ইবনে আহমাদ লিখেছেন : সহমত। ধন্যবাদ।
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৬
223105
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ধন্যবাদ।
279356
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৭
সালমা লিখেছেন :
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৬
223106
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : শেয়ার করার জন্য ধন্যবাদ।
279385
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মিডিয়াও আওয়ামি। গোলাম আযম এর জানাজায় এরা লোক দেখতে পায় না। কিন্তু বিশাল(২০-৩০ জনের!) মিছিল কিন্তু দেখে।
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
223143
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : সত্যি বলেছেন।
279421
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৩
ব১কলম লিখেছেন : আমরা এ জন্যইতো দেশ সাধীন করছি, এতক্ষনে বুঝলেন?
আ.লীগ কুফরী দল আর
বিএনপি মোনাফেকী দল
মোনাফেকের চেয়ে কাফের ভাল নয় কি?
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৪:০৬
223238
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : মুনাফেক খারাপ কাফেরও খারাপ। ওদের মাঝে ভাল কিছু দেখিনা। ‍ভাল শব্দটা ওদের ক্ষেত্রে বেমানান। তাই বলি, মুনাফেকের চেয়ে কাফের খারাপ নয় কি?
279534
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:১৭
ব১কলম লিখেছেন : কাফের হল মদের বোতলে মদের লেবেল
মুনাফেক হল মদের বোতলে দুধের লেবেল
কোনটা বেশী বিপজ্জনক??
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৭
223319
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : এতো কিছু কি আধা শিক্ষিত মানুষেরা বুঝে? এগুলো বুঝা পূর্ণ শিক্ষিত মানুষের কাজ।
দাদু বলেছে যে, পেশাব আর পায়খানা দুইটাই নাপাক। বস এটাই বুঝি। কিন্তু পায়খানার চেয়ে পেশাব ভাল একথা না বলে পেশাবের চেয়ে পায়খানা খারাপ বলতে শিখেছি।
279817
৩০ অক্টোবর ২০১৪ রাত ১০:১১
ব১কলম লিখেছেন : ধন্যবাদ, ভাল থাকেন
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫৯
223534
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আপনার জন্যও শুভ কামনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File