...কষ্ট...

লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১৫ জুন, ২০১৪, ১১:০৫:৪৪ সকাল



ইচ্ছে করে কষ্টটাকে হ্যাচকা টানে

ছিঁড়ে ছোঁড়ে দূরে কষ্ট ফুরাই মনে।

.

ইচ্ছে করে কষ্টটাকে চেপে-টিপে ধরি

নিশ্বাসে শেষ কষ্ট মেরে নিথর করি।

.

ইচ্ছে করে কষ্টটাকে সিলিং ফেনে ঝুলিয়ে রাখি

রক্তজমাট রক্তনালী বেড়িয়ে আসুক রক্ত আঁখি।

.

ইচ্ছে করে কষ্টটাকে জলন্ত আগুনে ঝলসাই

পুড়ে পুড়ে লাভা-ছাই করে গরম জলে ভাসাই।

.

ইচ্ছে করে কষ্টটাকে বিসাক্ত বিষপান করাই

তীব্র যন্ত্রনার কাতরে কষ্টের কষ্টে কাতরাই।

.

ইচ্ছে করে কষ্টটাকে অকথ্য ভাষায় দেই গালি

ঝাপটে ধরে আছাড় দিয়ে কষ্টটাকে মটকে ফেলি।

.

ইচ্ছে করে কষ্টটাকে সস্তা কোন কাগজ বানাই

এ্যাবড়ো থ্যাবড়ো ছিড়ে ফুৎকারে বাতাসে ভাসাই।

.

কিন্তু পারিনা, কষ্টটাকে আদর করে বুকে জমাই

দিনকে দিন কষ্টের পরে কষ্ট রেখে লালন করে যাই।

রচনা: ২৬.০১.২০১২

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234998
১৫ জুন ২০১৪ সকাল ১১:১৬
আহ জীবন লিখেছেন : হাঁ হাঁ হাঁ হাঁ ভাই কষ্ট টাই তো জীবনের জ্বালানী।

একটা ছোট কৌতুক বলি। বিমান রকেট কে বলতেছে ভাই তুই এত জোরে ছুটিস কেন? রকেট বলে আমার মত তোর পাছায় আগুন লাগাইয়া দিলে তুই ও ছুটবি।

আমরা ছুটছি কষ্ট নামের আগুনটা মনে জ্বলছে দেখেই। সে সঠিক পথে হোক আর ভুল পথে হোক।
১৫ জুন ২০১৪ সকাল ১১:২৫
181638
প্রবাসী আশরাফ লিখেছেন : সত্যি বলতে কি আমরা অধিকাংশ লোকই তাই করি, 'কষ্টটাকে ভুলে যাইনা লালন করি'। কষ্টগুলোকে ভুলে সামনে এগুতে পারলে জীবন হতো সুন্দর-সুখী।
১৫ জুন ২০১৪ সকাল ১১:৩২
181639
আহ জীবন লিখেছেন : ভাই সময় যদি নষ্ট না হয়, একটু ব্যাখ্যা করবেন কি?
১৫ জুন ২০১৪ সকাল ১১:৫৪
181642
প্রবাসী আশরাফ লিখেছেন : কতটুকু ব্যাখ্যা করতে পারবো জানিনা তবে চেষ্টা করবো।

এক.
স্বামী-স্ত্রী সুখের সংসার চলছে। হঠাৎ স্বামীর মেয়ে কলিককে নিয়ে সন্দেহের দানা বাঁধে এই নিয়ে দাম্পত্য কলহ। রাগ করে স্ত্রী বাবার বাড়ি। পরবর্তীতে মুরব্বীদের হস্তক্ষেপে আলোচনা সাপেক্ষে পূনরায় স্বামী-স্ত্রী একত্রিত হয়। শুধুমাত্র সন্দেহের বর্ষবতি হয়ে স্বামীকে যে মানসিক কষ্ট দেওয়া হলো স্বামী যদি তা ভুলে সামনে এগুতো পারে তবে সুখ থাকবে। আর যদি পুরনো কাসুন্দি ঘাটে মানে কষ্টটাকে লালন করে তবে কষ্টই তার সাথী হবে।

দুই.
আমাদের পারিবারিক-সামাজিক প্রেক্ষাপটে এমন কিছু লোক পাবেন যারা আপনার কাছ থেকে ভুলেও যদি আঘাতপ্রাপ্ত হয় সে ঐ কষ্টটা মনে রাখে এবং অপেক্ষা করে সুযোগ পেলে এর পাল্টা জবাব দেবার।

তিন.
চলার পথে ভুল হয় না এমন গ্যারান্টি কেউ দিতে পারবেনা। প্রিয়দের/বন্ধুদের মাঝে চলার পথে একে-অপরকে নিজের অজান্তেই কষ্ট দিয়ে থাকতে পারে। এতে মান-অভিমানও চলে অবিরাম। দেখা যায় অভিমানে কষ্টের পরে কষ্ট জমা হয় তবু আগ বাড়িয়ে কেউ সরি বলেনা। দুজনেই প্রত্যাশা করে ইস! যদি সে একবার আমাকে ডাক দেয় আমি রাগ প্রশমিত করবো কিন্তু কেউ তা করেনা। যখনি কেউ একজন কষ্টটাকে পায়ে দলে সালাম দিয়ে কথা বলে প্রিয়জনকে জড়িয়ে কান্নায় সব কষ্ট ভাসিয়ে দেয়।
235012
১৫ জুন ২০১৪ সকাল ১১:৪৯
নূর আল আমিন লিখেছেন : কষ্ট সুখ একে অন্যের বন্ধু
১৫ জুন ২০১৪ সকাল ১১:৫৯
181646
প্রবাসী আশরাফ লিখেছেন : দ্বিমত করবোনা।দারিদ্রতা আছে বলেই সচ্ছলতাকে উপভোগ করতে পারি। মন্দ আছে বলেই ভালোকে পৃথক করতে পারি।অন্ধকার আছে বলেই আলোর এতো কদর। ঠিক তেমনি কষ্ট আছে বলেই সুখকে আমরা উপভোগ করতে পারি।
235026
১৫ জুন ২০১৪ দুপুর ১২:১২
নূর আল আমিন লিখেছেন : আলহামদুলিল্লাহ আপনিও আলহামদুলিল্লাহ বলুন
১৫ জুন ২০১৪ দুপুর ১২:২১
181652
প্রবাসী আশরাফ লিখেছেন : আলহামদুলিল্লাহ। আল্লাহ নিশ্চই মহান। কৃতজ্ঞতা সেই রবের প্রতি যার কদমে জান কোরবান।
235036
১৫ জুন ২০১৪ দুপুর ১২:২৫
আওণ রাহ'বার লিখেছেন : আলহামদুলিল্লাহ কষ্টের পরই শুখ আসে।
জাজাকাল্লাহু খাইরান।
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
181760
প্রবাসী আশরাফ লিখেছেন : হুমম...ঠিক তাই একটু ধৈর্য্য ধরলে কষ্টের পরেই সুখ আসে। ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য।
235037
১৫ জুন ২০১৪ দুপুর ১২:২৫
নিউজ ওয়াচ লিখেছেন : Yawn Yawn Yawn Straight Face Straight Face
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
181761
প্রবাসী আশরাফ লিখেছেন : সুখ যদি আসে পরে কষ্ট সঁইতে বাঁধা নেই।
235070
১৫ জুন ২০১৪ দুপুর ০১:৩৭
egypt12 লিখেছেন : কষ্ট লালন না করে উপায় নেই ভাই :(
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
181762
প্রবাসী আশরাফ লিখেছেন : কষ্ট করেই বুকের মাঝে কষ্টকে লালন করতে হয়।
235164
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
ছিঁচকে চোর লিখেছেন : অসাম ভাই অসাম হয়েছে,,, অনেক অনেক ধন্যবাদ
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
181763
প্রবাসী আশরাফ লিখেছেন : Worried Worried Worried চোর চোর চোর m/ m/ m/ আমার বাড়িতে চোর এসেছে চোর m/ m/ m/

Winking) Winking) Winking)
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
182044
ছিঁচকে চোর লিখেছেন : চোর এসেছে চোর
দে এখন দৌড় Big Grin Big Grin
235356
১৬ জুন ২০১৪ দুপুর ১২:৫৪
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি
১৬ জুন ২০১৪ বিকাল ০৪:১৯
181985
প্রবাসী আশরাফ লিখেছেন : ভাল লাগার জন্য ভালবাসা মিশ্রিত ধন্যবাদ রইলো।
235394
১৬ জুন ২০১৪ দুপুর ০৩:০৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সকল কষ্ট আল্লাহর কাছে শেয়ার করুন দেখবেন মনের গভীরে প্রশান্তি অনুভুত হচ্ছে!
১৬ জুন ২০১৪ বিকাল ০৪:২০
181986
প্রবাসী আশরাফ লিখেছেন : শতভাগ একমত। কিন্তু আমরা কি আসলেই তা করতে পারি? যারা পারি তারা নিশ্চই প্রশান্তির ছোঁয়া পাব। ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।
১০
235499
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০১
আফরা লিখেছেন : কষ্ট টাকে এমন করে ফেলে দিলে জীবনের কোন সুখই থাকত না ।তাই কষ্ট টাকে আদর করে বুকের মাঝে লালন করাই ভাল ।
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
182049
প্রবাসী আশরাফ লিখেছেন : কষ্ট-সুখের মাঝেই ভারসাম্য জীবন। সুখকে উপভোগ করতে কষ্টের অবশ্যই প্রয়োজন আছে। তবে সেই কষ্টটা যেন লালিত কষ্ট না হয়। তা না হলে হৃদযন্ত্রের উপর গরম রক্তপ্রবাহিত হওয়া নালিটি কষ্টের তাপে ফেটে যেতে পারে অত:পর নিথর হয়ে রইবে কষ্ট পাওয়া দেহটি।

অতএব, কষ্ট ছাপিয়ে নিজেকে নিজে সুখী করার চেষ্টা করা উচিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File