নৃশংস হত্যাকান্ডের গল্প
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৫ জুন, ২০১৪, ১১:০৮:৩৮ সকাল
**প্রথম মাস**
হ্যালো আম্মু.....!!
কেমন আছো তুমি?
জানো আমিএখন
মাত্র
৩-৪ইঞ্চি লম্বা!!
কিন্তু হাত-
পা সবই
আছে, তোমার
কথা শুনতে পাই,
ভালো লাগে শুনতে।
তুমি আমাকে খুব ভালবাস, তাই না ?
**দ্বিতীয় মাস**
আম্মু,আমি হাতের
বুড়ো আঙ্গুল
চুষা শিখেছি,
তুমি আমাকে দেখলে এখন
বেবি বলবে!
বাইরে আসার
সময়
এখনো হয়নি আমার,
এখানেই উষ্ণ
অনুভব করি খুব। আমি ভাল আছি।
**তৃতীয় মাস**
আম্মু
তুমি কি জানো -আমি একটা মেয়ে?
পরী পরী লাগবে আমাকে।
আমাকে দেখলে তুমি অনেক খুশি হবে।
তুমি মাঝে মাঝে কাঁদো কেনো আম্মু?
তুমি কাঁদলে আমারও
কান্না পায়...
আমি তোমাকে অনেক ভালবাসি আম্মু !!
**চতুর্থ মাস**
আমার মাথায়
ছোট্ট ছোট্ট চুল
গজিয়েছে আম্মু
আমি হাত-পা ভালো ভাবে নাড়াতে পারি,
মাথা নাড়াতে পারি,
অনেক কিছুই
করতে পারি
তোমাকে দেখাব সব,আমি কিকি করতে পারি।
**পঞ্চম মাস**
আম্মু
তুমি ডক্টরের কাছে কেনো গিয়েছিলে?
কি বলেছে ডক্টর?
আমি তার
কথা শুনতে পাইনি,
তোমার
কথা ছাড়া আমি কারো কথা শুনতে পাইনা।
তোমার কথা শুনতেই আমার ভাল লাগে।
আরো অনেকের সাথে তুমি কথা বলেছো। তাদের কথা শুনে তুমি কেঁদেছো। তুমি কাঁদলে আমারও কান্না পায়। আম্মু অনেক সময় মানুষ খারাপ বুদ্ধি দেয়, সব কথা শুনো না।
**ষষ্ঠ মাস**
আম্মু তুমি খুব কষ্ট পাচ্ছ কেন ?
আবারও ডাক্তারের কাছে কেন এসেছো ?
আম্মু আমি অনেক
ব্যথা পাচ্ছি আম্মু,
ডক্টর সুঁচের
মতো কি যেনো আমার
শরীরে ঢুকাচ্ছে,
ওদের থামতে বলো আম্মু..আমি অনেক ব্যাথা পাচ্ছি।
আম্মু আমি কি তোমার সাথে অন্যায় করেছি ? অযথা নড়াচড়া করে তোমাকে ব্যাথা দিয়েছি ?
আম্মু তুমি কি আমাকে পছন্দ করনি ?
কিন্তু আমি তোমাকে ভালবাসি। আমি তোমার সাথে থাকতে চাই। তুমি কি আমাকে আলাদা করতে চাও ?
আমি তোমাকে ছেড়ে কথাও
যাবোনা আম্মু...
আমাকে এভাবে ব্যাথা দিওনা। আমি প্রচন্ড ব্যাথা পাচ্ছি। আমাকে আসতে দাও আম্মু। দেখ, আমি তোমার সাথে কখনও খারাপ আচরণ করব না। তুমি যা বলবে,তাই করব। কখনও তোমার অবাধ্য হব না।
আমি বাঁচতে চাই আম্মু ! ওদের কথা শুনো না। আল্লাহকে ভয় কর !! ........আমি প্রচন্ড ব্যাথা পাচ্ছি আম্মু........আমাকে ব্যাথা দিওনা........আমাকে খুব কোমলভাবে সৃষ্টি করা হয়েছে.....
**সপ্তম মাস**
আম্মু কেমন
আছো?
আমি এখন
জান্নাতে আছি,
একটা এন্জেল
আমাকে নিয়ে এসেছে,
এন্জেল
বলেছে তোমাকে এবরশন
করতে হয়েছে।
তুমি আমাকে কেনো চাওনি আম্মু?
আমি ব্যাথা পেয়েছিলাম প্রচন্ড কিন্তু বিশ্বাস কর, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি ভাল থেকো আম্মু !!
বিষয়: বিবিধ
১৮৫২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছবিটা আরোবেশি।
বাদ দিলে ভাল হয়।
এতে বাচ্চা ও মা উভয়েরই জীবন সংকটাপন্ন হয় বিধায় মাকে সেভ করা হয় বাচ্চার জীবনের পরিবর্তে ।
:(
অবৈধ বেবি আসলে দোষী না,দোসী তাদের বাবা মা।এটা আমরা মুসলিমরা বুঝার চেষ্টা করি না,এটা আমাদের বুঝা উচিত।
আমার জানা এক স্পানিস মহিলার মেয়ের এরকম বিয়ে ছাড়া মেয়ে বেবি হল,আমি জিজ্ঞেস করলাম কবে তুমার মেয়ে বিয়ে করল,বলে বিয়ে করে নাই।আমি অবাক হওয়ার বঙ্গিমায় বললাম বিয়ে ছাড়া!!!মহিলা আমায় বলে,সব বাচ্চাই সমান।খ্রিস্তান মহিলা জানে উনার মেয়ে ভুল করেছে,তাই বলে বাচ্চা ফেলব কেন?
আমাদের মুসলিমদের এটা বুঝা উচিত।
মন্তব্য করতে লগইন করুন