৩৪ থেকে ৩৫
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ২০ মে, ২০১৪, ১১:১৭:০২ সকাল
আজ এই দিনে ৩৪ কে পেছনে ফেলে ৩৫ এর কোঠায় পদার্পন করলাম।একটি নির্দিষ্ট মাপের দড়ি কাটতে কাটতে যেমন শেষ প্রান্তের দিকে যাওয়া হয় ঠিক তেমনি মোট হায়াতে জিন্দেগী থেকে প্রতিটা ক্ষন-দিন-মাস-বছর কেটে যাচ্ছে শেষ নিশ্বাসের দিনের দিকে।আজ এই দিনে গত একবছরের মূল্যায়ন করতে গেলে সত্যিই আতঁকে উঠে মন, কি এমন করেছি যে আজ মৃত্যুবরন করলে গত এক বছরের কর্মকান্ডের জন্য দুনিয়ার মানুষ আমাকে মনে রাখবে এবং মৃত্যুপরবর্তী জীবনের নাজাতের পাথেয় হবে।
আজ এই দিনে প্রিয়দের কাছে দোয়া চাই যেন সঠিক নির্দেশনায় ঠিক পথের পানে চলতে পারি সামনের বাকীটা বয়সী সময়।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ তবে শেষোক্ত শব্দের জন্য
দুয়া রইল আল্লাহর কাছে বিগত দিনের ভুল-ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আগামী দিন গুলো সত্য সুন্দরের পথে চলার তৌফিন দান করেন ।
(আমি ভয়ে আছি, কেউ যেন বলে না বসে কারো জন্ম দিনে দোয়া করা বিদয়াত! আমার এই দোয়া সারা বছরের ও সারা কালের জন্যে।)
আমার শূণ্য দৃষ্টি
বৃষ্টির স্রোত ধারায়
মন হারায় স্মৃতির ভেঁলায়।
স্মৃতি গুলো মনে পড়ে
স্বপ্ন গুলো ঝরে পড়ে
বৃষ্টি ঝরে পৃথিবী ধোয়ে যায়
হৃদয়ের কষ্ট গুলো রয়ে যায়।
হতাশার বালুচরে ঘর বাধে
চারিদিকে ধূ-ধূ মরিচিকা
দিগন্তে দৃষ্টি থেমে যায়
অবহেলায় পড়ে থাকে
শূণ্যতার বদ্ধ ঘরে।
ঘুম চোখে জেগে থাকে
স্মৃতির ক্যনভাসে ছবি আঁকে
নিরবে নিভৃত্যে চরাচরে
হাজারের ভীড়ে একা
নিঃস্বঙ্গতার অভিসাপে।
জীবনের হিসেব কষে
মিলেনা হিসেবের খাতা
সবই শূণ্যতায় এলোমেলো
আজ ভাবে আনমনে
তবে কি জীবন শুধুই ধোকা..? ***********************
লেখাটা পড়েছি আর ভেবেছি.... অনেক ধন্যবাদ
তোমায় উপহার
আল্লাহর কাছে দোয়া দিলাম
শত হাজার বার...
এটাই আমার পক্ষথেকে আজকের বিশেষ দিন এর উপহার
আপনার থেকে অনেক ছোট ১২ বছর মানে প্রায় একযুগ ছোট।
আপনার জন্য শুভকামনা করছি।
শুভকামনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ছোট ভাই/বোন।
তবে যারা আমার থেকে ৭/৮ বছরের বড় তাদের সাথে আমার গভীর সম্পর্ক।
অনেক শুকরিয়া ভাইয়া।
মন্তব্য করতে লগইন করুন