***অমানুষ***
লিখেছেন লিখেছেন egypt12 ২০ মে, ২০১৪, ১১:১১:৫৫ সকাল
নাড়ি ছিঁড়ে জন্ম নিয়ে-
মারেই করিস অত্যাচার?
সুখের দিনে কষ্ট দিয়ে-
আরোপ করিস মিথ্যাচার?
.
এমন ছবি কেমনে দেখি
ওরে আমার বিধাতা?
যার কোলেতে লালন পালন
তার সাথে নির্মমতা!
.
আল্লাহ তুমি রহিম বটে
পাষাণ আজো বেঁচে,
মায়ের রক্ত ঝরায় যারা
নামায় তাকে নিচে।
মায়ের হাতে দড়ি বেঁধে
এমন অত্যাচার,
হায়রে দুচোখ দেখলি এ'কোন
আজব দুরাচার।
.
মায়ের হাতে দড়ি বাঁধে
এ'মনি সন্তান!
বাঁচার চেয়ে মরে যা তুই
জাতির রাখতে মান।
.
হায়রে জাতি নামতে নামতে
এতোই নিচে তুই?
মায়ের পিঠে চাবুক দিয়ে
মুখে পুরিস দই!!!
.
নিজকে আজি বলতে মানুষ
পাচ্ছে খুবই লাজ,
লজ্জাতে হেট মাথা হলো
কপাল হলো ভাজ।
.
কতো নিচে নামলো মানুষ
পশুর অধম হায়রে,
পশুও যে লজ্জা পাবে
কষ্ট দিলে মায়ে'রে।
১২/০৯/২০১২
বিষয়: সাহিত্য
৯৭৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমত্কার বলেছেন
সত্য শুনার বড় ইচ্ছা
কেউ কি বলবে সত্য
সত্য কি সেফ হোমে
নাকি বন্দী কয়েদীর মুখে?
চারিদিকে সত্যের বিবর্ণ চেহারা
বিবর্ণ সত্য চেনা যায়না
আফসোস সত্য শুনা হয় না
মিথ্যার মেলায় সত্য নির্বাসিত
সত্য আজ অভিমানী ঘুমে।
সত্য এখন দুর্বল সৈনিকের-
ভোতা তরবারিতে
সত্যের পূজারি আজ বন্দী
কেন এমন হলো-
কোনসে ভুলে?
না এবার সত্য বলবো
স্লোগান দেবো মহা সমারোহে
মিথ্যের মুখোশ খুলবো
সত্যের আগুনে-
মিথ্যের মুখাগ্নী করবো।
না এবার সত্য বলবো
স্লোগান দেবো মহা সমারোহে
মিথ্যের মুখোশ খুলবো
সত্যের আগুনে-
মিথ্যের মুখাগ্নী করবো।
মন্তব্য করতে লগইন করুন