***অমানুষ***

লিখেছেন লিখেছেন egypt12 ২০ মে, ২০১৪, ১১:১১:৫৫ সকাল



নাড়ি ছিঁড়ে জন্ম নিয়ে-

মারেই করিস অত্যাচার?

সুখের দিনে কষ্ট দিয়ে-

আরোপ করিস মিথ্যাচার?

.

এমন ছবি কেমনে দেখি

ওরে আমার বিধাতা?

যার কোলেতে লালন পালন

তার সাথে নির্মমতা!

.

আল্লাহ তুমি রহিম বটে

পাষাণ আজো বেঁচে,

মায়ের রক্ত ঝরায় যারা

নামায় তাকে নিচে।

মায়ের হাতে দড়ি বেঁধে

এমন অত্যাচার,

হায়রে দুচোখ দেখলি এ'কোন

আজব দুরাচার।

.

মায়ের হাতে দড়ি বাঁধে

এ'মনি সন্তান!

বাঁচার চেয়ে মরে যা তুই

জাতির রাখতে মান।

.

হায়রে জাতি নামতে নামতে

এতোই নিচে তুই?

মায়ের পিঠে চাবুক দিয়ে

মুখে পুরিস দই!!!

.

নিজকে আজি বলতে মানুষ

পাচ্ছে খুবই লাজ,

লজ্জাতে হেট মাথা হলো

কপাল হলো ভাজ।

.

কতো নিচে নামলো মানুষ

পশুর অধম হায়রে,

পশুও যে লজ্জা পাবে

কষ্ট দিলে মায়ে'রে।

১২/০৯/২০১২

বিষয়: সাহিত্য

৯৭৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223662
২০ মে ২০১৪ সকাল ১১:৫৩
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
২০ মে ২০১৪ সকাল ১১:৫৫
170991
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Love Struck
223673
২০ মে ২০১৪ দুপুর ১২:১১
শিশির ভেজা ভোর লিখেছেন : চরম সুন্দর লাগলো কবিতাটা। Fantastic Fantastic
২০ মে ২০১৪ দুপুর ১২:২৭
171003
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই দোয়া করবেন। Love Struck
223676
২০ মে ২০১৪ দুপুর ১২:১৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : পরশু থেকে মা অসুস্থ মনটা তাই ভীষণ খারাপ। গতকাল রাতে ঘুমুতে পারিনি বেশী। Sad Sad আপনার কবিতাটা পড়ে মায়ের কথা আরো বেশী বেশী মনে পড়ছে। অনেক ধন্যবাদ আপনাকে।
২০ মে ২০১৪ দুপুর ১২:২৭
171004
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই Love Struck Love Struck
223694
২০ মে ২০১৪ দুপুর ১২:৪২
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :
কতো নিচে নামলো মানুষ

পশুর অধম হায়রে,

পশুও যে লজ্জা পাবে

কষ্ট দিলে মায়ে'রে।

চমত্কার বলেছেন
২০ মে ২০১৪ দুপুর ১২:৫৫
171014
egypt12 লিখেছেন : ধন্যবাদ ফারুক ভাই Love Struck Love Struck Love Struck
223755
২০ মে ২০১৪ দুপুর ০২:৪৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : এক কথায় হৃদয় ছোঁয়া কবিতা শব্দে শব্দে বেদনার উপলব্দি.....

সত্য শুনার বড় ইচ্ছা
কেউ কি বলবে সত্য
সত্য কি সেফ হোমে
নাকি বন্দী কয়েদীর মুখে?

চারিদিকে সত্যের বিবর্ণ চেহারা
বিবর্ণ সত্য চেনা যায়না
আফসোস সত্য শুনা হয় না
মিথ্যার মেলায় সত্য নির্বাসিত
সত্য আজ অভিমানী ঘুমে।

সত্য এখন দুর্বল সৈনিকের-
ভোতা তরবারিতে
সত্যের পূজারি আজ বন্দী
কেন এমন হলো-
কোনসে ভুলে?

না এবার সত্য বলবো
স্লোগান দেবো মহা সমারোহে
মিথ্যের মুখোশ খুলবো
সত্যের আগুনে-
মিথ্যের মুখাগ্নী করবো।
২১ মে ২০১৪ সকাল ০৮:৩৭
171328
egypt12 লিখেছেন : সত্য উপলব্ধি করতে পারায় আপনাকে ধন্যবাদ...

না এবার সত্য বলবো
স্লোগান দেবো মহা সমারোহে
মিথ্যের মুখোশ খুলবো
সত্যের আগুনে-
মিথ্যের মুখাগ্নী করবো।

Rose Rose Rose
223836
২০ মে ২০১৪ বিকাল ০৫:৪৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অনেক সুন্দর হয়েছে কবিতা । Applause
২১ মে ২০১৪ সকাল ০৮:৩৭
171329
egypt12 লিখেছেন : পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় বড় ভাই Love Struck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File