বিয়ের বিবৃতি

লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১০ এপ্রিল, ২০১৪, ১২:০৭:১৭ দুপুর



দিনে দিনে দিন যায়

মাস যায়-পার হয় বছর

টইটুম্বুর যৌবন হয় পার

বিয়ের, কেউ নেয় না খবর।

Good Luck

যৌবনের তাড়না বাপ-মা বুঝেনা

ফুপি-চাচা ব্যাস্ততায় তা দেখেনা

ভাই-দিদি না বুঝার ভানে কাশে

বড় ভাবি উপহাসে মুখ টিপে হাসে।

Good Luck

বন্ধুরা সব বিয়ে করা বউ নিয়ে ঘুরে

পাড়াপড়শী চারদিকে বউ আছে সব ঘরে

রাস্তার ফকিরও তো ভাই একটা বিয়ে করে

কালা-ধলা যাই হোক বউ তো আছে ঘরে।

Good Luck

এলাকার ছোট ভাই -

সেও নাকি করছে একখান বিয়া

পাড়ার এক দাদুও নাকি -

বউ আনছে সোনা-দানা দিয়া।

Good Luck

হায়,বউ নাই যার পোঁড়া কপাল তার

একলা একা ভরা যৌবন করছি পার

কি করে যে বুঝাই সবে বিয়েটা দরকার

বিয়ে ছাড়া যৌবনটা হয়ে যাচ্ছে ছাড়খার।

(ফান কাব্য)

বিষয়: বিবিধ

১৬৪৯ বার পঠিত, ৫১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205614
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১০
আবু জারীর লিখেছেন : তাহলে দাদা এখনও কি একা?
বড়ই দুঃখের কথা।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১২
154488
প্রবাসী আশরাফ লিখেছেন : প্রবাসী হবার দায়ে সুযোগের অভাবে এখনো একলা একা...Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৯
154495
মু নূরনবী লিখেছেন : দু:ক্কে ছাতু হাডি যায়!Tongue
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৮
154501
লোকমান লিখেছেন : এমন ঘটক থাকতে এটা কীভাবে সম্ভব? ঘটক চরম ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলাই বাহুল্য।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৩
154504
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৫
154518
মু নূরনবী লিখেছেন : @লুকমান...জারীর নানার দোষ দিয়ে লাভ কি!

একটা চ্রম বাস্তবতা জান?

ছাগল যদি পানিতে না নামতে চায়, তাকে জোর করে পানির কাছে নিয়ে গেলেও সে এমন ভাবে সামনের পা দুটো দিয়ে ঠেস দেয়...যে তাকে কেউ পানিতে নামাতে পারবে না!

এদের ওষধ হচ্ছে, চ্যাংদোলা করে পানিতে ছুড়ে মারা!

অর্থাত, মেয়ে ঠিক করে কবুল সারাতে হবে!Love Struck
205618
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৭
মু নূরনবী লিখেছেন : ওয়াকি কতা!

আস্তাগফিরুল্লাহ!

আম্নেও এক্লা?...

হায় হায়....
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৫
154496
প্রবাসী আশরাফ লিখেছেন : ব্যাডা লোকমান কই গেল...হেরে চিন্তায় নিয়াই তো এইডা লিখছি...Waiting

তা আপনের খবর কি?...এখনো একলা একা?
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩০
154498
লোকমান লিখেছেন : হে আল্লাহ তুমি নূরনবী আর আশরাফ মিয়ার কপালে দুইটা বউ জুটাইয়া দাও। বলেন আমিন।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৭
154500
প্রবাসী আশরাফ লিখেছেন : হে রব, সাথে লোকমান ভাইকেও একটা দাও...সবাই বলেন আমীন।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৯
154502
মু নূরনবী লিখেছেন : হু..একজন তো বউ নিয়া ছাহরুক খ্যানের মত ফুজ দিছে!

মিয়া ...বলি এই একটা জায়গায় ই তো বাহাদুরি দেখাইপা@

লুকমানের কতা আর কি কমু...Crying

হেতে জীবন যুদ্ধে জয়ী অওয়ার কুবতে লেকে!..Waiting

কইলাম...জীবন যুদ্ধে জয়ী অইতে গিয়া..ঝোভণ যুদ্ধে হেরে যেওনা বন্ধু...Tongue

তাতে তাইনের মাইন্ডে লেঘেষে!...Crying
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫১
156762
সিটিজি৪বিডি লিখেছেন : আমিও এই দুর প্রবাসে একা..Love Struck Love Struck
205629
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৯
লোকমান লিখেছেন : ঐ মিয়া বিয়া করবেন না করে দেখিয়ে দিবো? আপনাদের কিযে হলো বিয়া নিয়া খালি কবিতা গল্প আর গানই লিখেন আর বিয়ার কোন খবর নাই। এভাবে আর কতদিন। সময় কি বসে থাকে?
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৬
154499
প্রবাসী আশরাফ লিখেছেন : কোন মতে এইবার খালি দেশে যান আপনে...আর ছাড়াছাড়ি নাই,ডাইরেক্ট বিবাহ করানো হইবে...<:-P <:-P <:-P
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪০
154503
মু নূরনবী লিখেছেন : এইতো ঘোড়া তেজেছে!

ভাইরে...আরো দুই একজন যোগ দেন...

দেখি ঘোড়াকে আরেকটু ত্যাজানো যায় কিনা!Rolling on the Floor
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৮
154512
মু নূরনবী লিখেছেন : ঈদানিংকালে ফেসবুকে বিধবা নারীর ছবিও টাঙ্গিয়ে রাখে@

বোঝেন..ঠ্যালা!
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২২
154534
প্রবাসী আশরাফ লিখেছেন : @লোকমান ভাই...নূরনবী ভাই যা বলল তা সত্য কিনা জাতি জানতে চায়...?
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪২
154546
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১০
154557
লোকমান লিখেছেন : আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না Don't Tell Anyone
205632
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্লগে যা অবস্থা দেখতিসি এখখান ঘটক এজেন্সি খুললে ইহকালের আর চিন্তা করার প্রয়োজন পড়ত না।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৭
154523
প্রবাসী আশরাফ লিখেছেন : ঘটন এজেন্সি খুললে ব্যাবসা সফল হবেন এতে কোন সন্দেহ নাই...বিফলে মূল্য ফেরত...তাড়াতাড়ি করেন।
205633
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৭
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : এই টা যদিও ফান, তথাপি অনেক কষ্ট লুখিয়ে আছে তার প্রতিটি লাইনে,
এই জীবনে প্রত্যেক যুবকরাই এই ধরনের বিড়ম্বনার স্বীকার হয়, যা নিতান্ত দুঃখের ব্যপার,
বিশেষ করে যারা প্রবাশী তারা,
আগের যুগের মানুষরা প্রবাসী বললেই মেয়ে দিয়ে দিত এখন জীবন পাল্টেছে, এখনকার মেয়েরা প্রবাসীদের তেমন পছন্দ করেনা,
তাছাড়া প্রবাস জীবনে বিয়ে করলে খুব দুঃখের হয়, তাদের বউ এমনকি ছেলেমেয়েরাও মানসিক কিংবা জ্ঞানের দিক দিয়ে দূর্বল হয়,
আমি একটা ছোট জিএনজির পেছনে লেখা দেখেছি সেখানে লেখা আছে বিয়ে করে কখনো বিদেশ যাবেন না,
তাছাড়া আমাদের দেশে বিয়ে একটা কঠিন প্রদ্ধতিতে এমনকি যোবকদের জন্য কঠিন চাল্যাঞ্চের মুখে ফেলে দিয়েছে,
একটা যুবক পড়া লেখা করতে করতে চাকরী চাকরী খুজতে খুজতে জীবনের প্রায় অর্ধেকটা শেষ হয়ে গেছে,
বিশেষ করে যারা যৌবক ভাইয়েরা একাকিত্বের মধ্যে দিনাপাত করছে তাদের কষ্টটা বুঝি,
উক্ত কবিতাটি ফান কবিতা নয় একেবারেই নিরেট সত্য এবং বাস্তব কবিতা,
আল্লাহকে বলি আমাদের সবাইকে যেন সত্য নিষ্টাবান মহিলা জুড়া লাগিয়ে দিক , আমিন!
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৯
154528
প্রবাসী আশরাফ লিখেছেন : আরে ভাই আপনে দেখি খুবই সিরিয়াস ও মূল্যবান একটা মন্তব্য করলেন...সাথে রবের দরবারে দোয়াও করলেন...আপনার জন্য রইলো অনেক শুভকামনা ও দোয়া।
205636
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪০
দ্য স্লেভ লিখেছেন : নারে ভাই,কেউ বোঝেনা .... Happy
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৬
154522
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : বুঝার তৌফিক দান করুক আমিন!
দ্য স্লেভ ভাইকেও তাড়াতাড়ি জোড়া লাগিয়ে দিক আমিন!
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২০
154529
প্রবাসী আশরাফ লিখেছেন : ঘরে ঘরে আন্দোলন গড়ে তুললে কেমন হয় বলেন তো?Waiting Waiting Waiting
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০০
154550
মু নূরনবী লিখেছেন : ও ভাই ঘরে ঘরে দাবানল ছড়িয়ে দিবেন নাকি?...Surprised
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৪
156768
রাইয়ান লিখেছেন : বুঝে আর লাভ কি ? বোনেরা এত্ত করে বোঝাচ্ছি , কিছুই তো বুঝলেননা ! পরে তো ঠিকই বলবেন , আহারে ! বিয়েটা কেন যে আরো আগেই কর্লাম্না !!!! Tongue Tongue Tongue
205642
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : একদম মনের কথাই কইছেন গুরুজ্বী। Applause Applause খুব একাকীত্ববোধ করছি Sad Sad
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২১
154531
প্রবাসী আশরাফ লিখেছেন : গুরুজ্বী বলিয়া লজ্জিত করিবেননা...অধম এখনো নিজের লেজ কাটিতে পারিনাই...অধরাই রহিয়া গেছে দিল্লিকা লাড্ডু...Crying Crying Crying
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩১
154539
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমারও অধরাই রহিয়াগেছে Tongue গুরুজ্বী Crying Crying খুব কষ্ট হয় যখন মনেপড়ে সে কোথায় বড় হচ্ছে! কোন কষ্টে আছে কিনা ইত্যাদি ভেবে ভেবে Crying Crying Crying Crying
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৪
154542
প্রবাসী আশরাফ লিখেছেন : আহারে অজানা হবু বউটার বিপদ-আপদের কথায় চিন্তায় চিন্তায় দেখি আপনার কপালে বলিরেখা দেখা যাচ্ছে...Tongue Tongue Tongue
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৯
156770
রাইয়ান লিখেছেন : আওণ গেল কই ? হারিমনির হাতুড়ির দরকার হয়ে পড়েছে । অধরা কোথায় বড় হচ্ছে , কষ্টে আছে কিনা ভেবে ভেবে কপালে বলিরেখা ফেলে দিচ্ছে আমাদের হারি ..... আওণ .....!!!! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৪
156797
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : প্লীজ.. আওণ কে ডাকিয়েন্না রাইয়ানমণি - ও দেখলে আমার ঘুম হারাম করেদেবেCrying Crying
205647
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৯
গেরিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২২
154533
প্রবাসী আশরাফ লিখেছেন : ভাবতাসি সব অবিবাহিতরা মিলে পরিবার-সমাজের বিরোদ্ধে গেরিলা আন্দোলনে নামবো কিনা...কি বলেন?
205667
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৪
প্যরাপিন লিখেছেন : মুই এক্কান বাংলা সিনেমা দেখছিলাম...ওইটাতে দিলদার এক খানা গান গাইছিলেন
দাদা বিয়া না করাইলে ডুবাই যামু গা...।
মোর মনে হয় আপনে হের লাইগা প্রবাসে.......
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৪
154553
প্রবাসী আশরাফ লিখেছেন :

দুবাই গেলে কি রে ভাই
বউ পাওয়া যায়
খালি খালি রাগ দেখাইয়া
প্রবাসী হওয়া যায়।
১০
205668
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৪
টোকাই বাবু লিখেছেন : ভাই আপনে কেমবাই কেমবাই মোর মনের হথা বলে দিলেন।।।
আপনিই শুধু কিছুটা বুইজছেন।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৬
154554
প্রবাসী আশরাফ লিখেছেন :
রতনে রতন চিনে
যা আছে নিজ মনে
মিলে যায় যার সনে
একসাথে যাই বনে।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১১
154558
টোকাই বাবু লিখেছেন : প্রবাসী আশরাফ লিখেছেন :
রতনে রতন চিনে . . . . .
আপনাগো লিগা কি একটু আকটু হাশ-হুশু কইরন যাইবো না। Winking) Winking) Winking)
১১
205676
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৩
বৃষ্টি ভেজা সকাল লিখেছেন : মজার কাব্য
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩০
154564
প্রবাসী আশরাফ লিখেছেন :
হৃদয় ফাঁটা কাব্য-
হইলো কেমনে মজার
বউ ছাড়া কষ্ট করে-
যুবক হাজার হাজার।Crying Crying
১২
205695
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৮
ভিশু লিখেছেন : ভালো...Happy Good Luck
Big Hug Love Struck
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৪
154586
প্রবাসী আশরাফ লিখেছেন : অন্তিম মোবারকবাদ!...Waiting Waiting Waiting
১৩
205710
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি এখনো বাচ্চা আছি তাই আমার সমস্যা নেই Tongue Tongue Bee Bee Bee
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪১
154594
প্রবাসী আশরাফ লিখেছেন : আপনার বয়স যদি ২২-৩০ এর মধ্যে হয় তবে তড়িৎ লাইনে দাঁড়ান...এর নীচে হইয়ে তফাৎ থাকেন...উপরে হইলে আজই কাজ শেষ করেন...<:-P
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৬
154596
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ২৪ এখন তাহলে আরো ৬ বছর জীবিত থাকতে পারুম কি মজা :D/ :D/ :D/ :D/ Tongue Tongue
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৩
154600
প্রবাসী আশরাফ লিখেছেন : যত দ্রুত পারেন মৃত্যু পেয়ালা হাতে নেই...এতে আপনারই মঙ্গল...
১৪
208151
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫১
সিটিজি৪বিডি লিখেছেন : আপনাদেরকে আর কতকাল আন মেরিড হিসেবে দেথতে হবে?
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১১
156825
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : যতক্ষণ পর্যন্ত না আপনারা সফল ঘটক হতে পার্বেনTongue Frustrated Tongue Frustrated

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File