সাহসী ৪ ইসলামী যুবক Vs আওয়ামী

লিখেছেন লিখেছেন হাবিবুর রহমান-বিদ্রোহী ১০ এপ্রিল, ২০১৪, ১১:৩৫:৫১ সকাল

[url]http://facebook.com/bidrohi.kontho.9[/url]

@

মন্টু ,সিফাত ,রাকিব ,মুসা তারা ৪ বন্ধু খুবুই সাধারন জীবন যাপন করে ।

তাদের বন্ধুত্বের মধ্যে নেই কোন সংঘাত ,নেই অভিমান ।

তারা যেন একই মাথায় ৪টি দেহ একাকার ।

এমনই বন্ধুত্ব ছিল তাদের ।

হঠাত্‍ একদিন এক মানুষ রুপের জোঁক তাদের বন্ধুত্বের ফাটল ধরার জন্য খুবুই তত্‍পর হয়ে গেল ।

তার সহ্য হলো না ছেলে গুলোর এই অমায়িক বন্ধুত্ব ।

অনেক বার চেষ্ঠা করলো কিন্তু ব্যর্থ হলো ।

তবে ছেলে গুলোর এই ঘনিষ্ট বন্ধুত্ব হওয়ার অন্যতম কারন তারা সবাই ইসলামী দল এর তরুন অভিযাত্রিক ।

তাদের উদ্দেশ্য ছিল সমাজ কে তারা আগাছা মুক্ত করবে ।

তাদের মধ্যে থেকে সিফাত ছিল খুব ধার্মিক আর তাই সে সকল কাজের নেত্রীত্ব দিত ।

এতে বাকিরা সবাই উদ্দাম প্রান নিয়ে কাজ করে সফল হতো ।

আজ তাদের অভিযান হলো এলাকা থেকে জুয়া খেলাকে নিশেষ করে দিবে ।

ইতোমধ্যে তাদের কাজে এলাকার প্রায় অধিকাংশ লোক একমত পোষন করলো ।

কিন্তু কিছু লোক বিরুধীতা করলো ,

তারা বলতে চায় যে ,

এই দেশ স্বাধীন দেশ !

এখানে যে যেভাবে চলুক কারো বাধা দেওয়ার ক্ষমতা নেই ।

এই কথা শুনে ছেলে গুলো খুবুই হতাশ !!

একজন মুসলমানের মুখে এমন কথা । যা সত্যিই দুঃখ জনক ।

তুবুও তারা জীবনের ঝুঁকি নিয়ে অগ্রসর হলো ।

তারা সবাই শহীদী শপথ গ্রহন করলো এবং এগিয়ে গেল ।

[পর্ব ২ আগামী সপ্তাহে প্রকাশিত হবে]

বিষয়: বিবিধ

১৪৩৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205606
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৭
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
205609
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
205627
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : চালিয়ে যান হে কলম সৈনিক .......... আপনার কলম।
205696
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২০
আবু আশফাক লিখেছেন : এতো পড়া শুরু করার আগেই শেষ হয়ে গেল!
205703
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৪
টোকাই বাবু লিখেছেন : আবু আশফাক লিখেছেন : এতো পড়া শুরু করার আগেই শেষ হয়ে গেল!
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : চালিয়ে যান হে কলম সৈনিক .......... আপনার কলম।
205712
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১০
হাবিবুর রহমান-বিদ্রোহী লিখেছেন : দোয়া করবেন সবাই
379230
২৯ অক্টোবর ২০১৬ সকাল ০৯:১৪
হতভাগা লিখেছেন : আড়াই বছরেরও এক সপ্তাহ পার হয় নি !

আপনার হিসেবে ১ সপ্তাহে কতদিন হয় ?
১২ নভেম্বর ২০১৬ দুপুর ০২:৫৯
314319
হাবিবুর রহমান-বিদ্রোহী লিখেছেন : Sorry, Brother khub busy chilam

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File