"নাস্তিকদের অস্তিত্ব ডারঊইন তত্বের মধ্যে সীমাবদ্ধ"

লিখেছেন লিখেছেন হাবিবুর রহমান-বিদ্রোহী ২১ আগস্ট, ২০১৪, ০৬:০৭:৩৮ সকাল

"নাস্তিকদের প্রধান অস্ত্র হচ্ছে গালি দেওয়া ।

এবং কুরআনের উদৃত্ত ছাড়া অপব্যাখা করা ।

তাছাড়া ডারঊইন তত্ত্বের উপর ভিত্তি করেই নাস্তিকদের অস্তিত্ব টিকে আছে ।

আমাদের বহু দ্বীনী ভাই ডারঊইন তত্বের সীমাবদ্ধতা বের করলেও নাস্তিকরা তা মানতে অস্বিকার বা নারাজ ।

এই সীমাবদ্ধতা গুলো খন্ডন করা তো দূরে থাক ওরা আপনাকে মূর্খ বলে এড়িয়ে যাবে।

ওরা আপনাকে উদ্ভুট প্রশ্ন করা শুরু করবে ।

নিজেদের তৈরী হাদীস দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে ।

অতএব , এসব লেজযুক্ত প্রানীদের সাথে যুক্তি করতে হলে আমাদের কে বিজ্ঞান এবং কুরআন সর্ম্পকে অটল জ্ঞান আহরন করতে হবে ।"

বিষয়: বিবিধ

১৪৫৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256590
২১ আগস্ট ২০১৪ সকাল ০৬:৪২
গ্রামের পথে পথে লিখেছেন : ভুল বল্লেন। মোহাম্মদী মুমিনদের অস্তিত্ব এখন তালেবান মাদ্রাসায় সীমাবদ্ধ।

নাস্তিক চীন,জাপান কোথায় অবস্থান করছে তা নিচের ছবিতেই দেখুন। আর ইহুদী-নাসারাদের কথা নাই বল্লাম।






২১ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৪
200245
নিশিকাব্য লিখেছেন : আপনি তো মুহাম্মদী মুমিন না,এখানে পড়ে আছেন কেন?যাদের দালালী করছেন তারা সুযোগ পাইলে বাশ পুরাটাই দিব বুঝলেন।Talk to the hand
256597
২১ আগস্ট ২০১৪ সকাল ০৮:০১
মাহফুজ আহমেদ লিখেছেন : ভালো লাগল
256604
২১ আগস্ট ২০১৪ সকাল ০৯:২০
আল সাঈদ লিখেছেন : ভালো লাগলো
256635
২১ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৫
নিশিকাব্য লিখেছেন : ৩ টি ধন্যবাদ দিলাম।
২১ আগস্ট ২০১৪ সকাল ১১:১৩
200251
কাহাফ লিখেছেন : আরো ২টা যোগ করে দেন.......।
256682
২১ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
যারা নিযেদের মুক্তমনা বা যুক্তিবাদি বলে দাবি করে তারাই দেখা যায় নিজেদের মতের বাইরের কিছুকে সহ্যই করতে পারেনা।
256744
২১ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৫
হাবিবুর রহমান-বিদ্রোহী লিখেছেন : আপনি চীন জাফানে চলে যেতেই তো পারেন ।
২১ আগস্ট ২০১৪ রাত ০৯:২২
200496
গ্রামের পথে পথে লিখেছেন : তাহলে মুমিন মুল্লুক বাংলাদেশে যমুনা সেতু, পদ্মা সেতু কে বানিয়ে দিবে? আল্লায়??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File