"শেষ ডায়েরী"
লিখেছেন লিখেছেন হাবিবুর রহমান-বিদ্রোহী ২০ আগস্ট, ২০১৪, ১২:৪৫:৪১ রাত
"ক্রিং ক্রিং ক্রিং . . . .
রিসিব
করতে ওপাশ
থেকে পুরুষ
কন্ঠে ভেসে ওঠলো হ্যালো ।
কন্ঠটা পরিচিত
মনে হচ্ছে ।
আগুন্তক
বলে ওঠলো কে ??
রাহাত নাকি ??
আমি বললাম হুম ।
কিন্তু
তোমাকে তো চিনতে পারি নাই
।
চিনতে পারো নাই ??
আরে আমি তোমার
বন্ধু আকাশ ।
আকাশ !!!
এতদিন পর ফোন
দিলে ।
দীর্ঘ ১০বছর তোর
খবর নেই ।
হঠাত্
করে কিভাবে মনে পড়লো ??
আর
বলিসনা দোস্ত।
তোর নাম্বার
টা মোবাইলে থেকে রিমুভ
হয়ে গেছে ।
তাই ফোন
দিতে পারি নাই ।
এখন পেয়েছিস
কিভাবে ??
তোর উপহার
দেওয়া শেষ
ডায়েরীতে ।
ঐ দিন তোর
লেখা গল্পগুলো পড়তে পড়তে হঠাত্
করেই তোর
নাম্বার
টা পেয়ে যাই ।
বিশ্বাস কর দোস্ত
তোদের
ছেড়ে এইখানে একদম
থাকতে কষ্ট হয় ।
বার বার
মনে পড়ে যায়
আমাদের স্মৃতিময়
কথা গুলো ।
আর তখনেই
চোখের
জলে বুকটা ভেসে যায়
।
তোর
কি মনে আছে ??
১০ বছর আগের
কথা ,আমি বিদেশ
আসার কিছু দিন
আগে আমরা দুই
বন্ধু
বিলে শাফলা তুলছিলাম
।
জাফর চাচার সেই
ছোট
নৌকাটি করে ।
হুঁম ,স্মৃতি গুলো আমার
মনে পড়ে আকাশ ।
তখন তোকে খুব
মিস করি ।
জানো রাহাত ??
আমি ৫
তারিখে দেশে আসতেছি !!
সত্যি !!
তোর জন্য
কি আনবো ??
আরে দোস্ত কিছু
লাগবেনা । তুই
আসতেছিস এটাই
যথেষ্ট ।
আচ্ছা ঠিক
আছে তোর প্রিয়
জিনিসটাই
আমি আনবো ।
এখন রাখি ।
টুট টুট টুট
করে লাইনটা কেটে গেল
।
আজ ৫ তারিখ ।
আজ তো আকাশ
আসবে !!
আজ
তাকে নিয়ে শাফলা তুলবো ।
এটাই মনের
জলপনা কল্পনা ।
হঠাত্ করে আবার
সেল
ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠলো ।
ফোনটা রিসিব
করার সাথেই ওপাশ
থেকেই রনি বলল ,
রাহাত !!
আকাশ বেঁচে নেই ।
আমার
কাছে অবিশ্বাস
মনে হলো না এটা হতে পারেনা ।
এটা যে কত
কষ্টদায়ক
ব্যথা তা বুঝাতে পারবোনা"
গল্পের নামঃ "শেষ
ডায়েরী"
____হাবিবুর রহমান
[[]]
বিষয়: সাহিত্য
১২১২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন